প্রশিক্ষণ শেষে পঞ্চায়েতদের সার্টিফিকেট প্রদান কাঁথি-৩ ব্লকে
আবেশভূমি,কাঁথি:- পঞ্চায়েত সমিতির মিটিং হলে ভাজাচাউলী, কুমিরদা কানাইদিঘী ও লাউদা পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে পুনঃ প্রশিক্ষণ শিবিরের শেষে প্রশিক্ষিত জনপ্রতিনিধি দের সার্টিফিকেট প্রদান করেন কাঁথি- ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ ছিলেন জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কালীপদ দলাই, কৃষি কর্মাধ্যক্ষ অশোক প্রধান প্রমুখ।