প্রশিক্ষণ শেষে পঞ্চায়েতদের সার্টিফিকেট প্রদান কাঁথি-৩ ব্লকে

আবেশভূমি,কাঁথি:- পঞ্চায়েত সমিতির মিটিং হলে ভাজাচাউলী, কুমিরদা কানাইদিঘী ও লাউদা পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে পুনঃ প্রশিক্ষণ শিবিরের শেষে প্রশিক্ষিত জনপ্রতিনিধি দের সার্টিফিকেট প্রদান করেন কাঁথি- ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ ছিলেন জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কালীপদ দলাই, কৃষি কর্মাধ‍্যক্ষ অশোক প্রধান প্রমুখ।

Share
Posted On :

কাঁথি পৌরসভার কঠিন বর্জ্য সংগ্রহ নৈশ বিভাগের উদ্বোধন

আবেশভূমি:-কাঁথি পৌরসভার উদ্যোগে কঠিন ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহের নৈশ বিভাগের শুভ উদ্বোধন হয় মঙ্গলবার সন্ধ্যায়। কাঁথি ক‍্যালটেক্স মোড়ে নৈশবর্জ পরিবহন যানের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না। উপস্থিত ছিলেন কাউন্সিলর নিত্যানন্দ মাইতি, দেবাশীষ পাহাড়ি, রুমা দাস(বর), রিনা দাস, লীনা দাস মহাপাত্র Continue Reading

Share
Posted On :