দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলার এগরা রামনগর রাস্তায় পানিপারুল ব্রিজে উঠার মুখেই পিচ রাস্তায় ধ্বস নেমেছে। নিম্নচাপ জনিত কারণে কয়েকদিনের অঝোর বৃষ্টিতে এই বিপত্তি বলে জানা গেছে। রাস্তায় বিরাট ধ্বসে ব্রিজেরও বিপত্তি ঘটতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। রাস্তার এই ধ্বসে দীঘার সাথে সংযোগকারী বিকল্প রাস্তা যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে এমন অাশঙ্কা। রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ইতিমধ্যে প্রশাসনিক মহলকে জরুরী ভিত্তিতে রাস্তা মেরামতী র বার্তা পাঠিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে এলাকায় রয়েছেন এলাকার ভূমি পুত্র এগরা-২পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। তিনি ব্রীজের উত্তর-পূর্বে এই ধ্বংস নিয়ে রোডসের শিবু বাবুকে আজ ব্লকে ডেকে পাঠিয়েছেন । তবে যান চলাচল বন্ধ করা হচ্ছে না বলে জানান। দ্রুত মেরামতির নির্দেশ দিয়েছেন ঠিকাদার ও ইঞ্জিনিয়ার কে। ঘটনাস্থলে রয়েছেন পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন পানিপারুল ব্রিজে উঠার মুখেই ধ্বসে ধরা রাস্তার অবিলম্বে মেরামতীর দাবী জানিয়ে জেলাশাসক ও পূর্ত( সড়ক) দপ্তর কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন।