আবেশভূমি ডিজিটাল : রাজকুমার মহাপাত্র, মংরাজ। এগরা মহকুমা বইমেলার চতুর্দশ বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয় বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সাংস্কৃতিক মঞ্চে। পতাকা উত্তোলনে সংস্থার বর্ষীয়ান সদস্য প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা এবং কার্যকরী সভাপতি বীরকুমার শী’র প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েই এই সম্মেলনের সূচনা হয়।

    মহকুমা শাসক কাজে ব্যস্ত থাকায় সভায় সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি বীরকুমার শী।স্বাগত বক্তব্য রাখেন মেলার সম্পাদক সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র। উপস্থিত ছিলেন এগরা দুই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সীতাংশু জানা, দেশবন্ধু প্রধান মামনি রানা ও উপপ্রধান আলোক মহাপাত্র, বাথুয়াড়ী প্রধান মৌসুমী সেন ও উপ-প্রধান সুজিত শী, মঞ্জুশ্রী প্রধান শংকর সাউ, বাসুদেবপুর প্রধান অরূপ কুমার মাইতি ,জুমকি প্রধান সত্যেন দাস, সংস্থার সহ-সভাপতি এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায় চৌধুরী, বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থসারথি দাস, নেগুয়ায় সুন্দর নারায়ণ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড: শিবশংকর মহাপাত্র, সুকুমার রায়, আশীষ দাস, কবিতা প্রধান, শঙ্কর নারায়ন মিশ্র প্রমুখ।প্রয়াতদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সভার সভাপতি।অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে রাজ্যে মেধা তালিকায় মহকুমার সেরাদের স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। মেলকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উৎসাহিত করা জন্য একালের দানবীর আশিস ধাওয়াকে স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়।সম্পাদকীয় প্রতিবেদন সম্পাদক গোটা বইমেলার ইতিবৃত্ত সহ পঞ্চায়েত গুলির ভূমিকা ও সহযোগিতা সহ আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।
      আয় ব‍্যায় উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সমীর কুমার গিরি। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন শিক্ষক অসীম কুমার করন, শ্রমিক মান্না, রামতনু ঘাটা, জন্মেজয় প্রধান, দুব্দা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দিলীপ বর, সাংবাদিক কিশোর নাগ, সঞ্জীব দাস, মানস মাইতি, দেবাশীষ দাস মহাপাত্র প্রমুখ ১৫ জন।
      অনুষ্ঠানে
        মেলার স্মরণিকা “উত্তরণ” প্রকাশ করেন ডঃ সত্যপদ দীক্ষিত ,অধ্যাপক ড:শান্তনু দোলাই ও ডা এন কে প্রধান
        সঞ্চালনায় যুগ্মসহ সম্পাদক সত্যব্রত সাহু, নবকান্ত জানা ও তপন কুমার মন্ডল।স্থির হয় দ্বাদশতম বইমেলা এগরা প্রেসক্লাব ও পঞ্চায়েতের সহযোগিতায় আগামী ২৩ শে ফেব্রুয়ারী থেকে ২রা মার্চ-২৫ এগরা শহরে অনুষ্ঠিত হবে। মহকুমা জুড়ে প্রতিনিধিত্ব নিয়ে কমিটি গড়তে সম্পাদককে দায়িত্ব অর্পণ করে। মহকুমা জুড়ে বিভিন্ন ব্লকের ২৮ প্রধান উপপ্রধান সহ সদস্য সদস্য ৮৫ জন অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সহ-সভাপতি প্রকাশ রায়চৌধুরী।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *