আবেশভূমি ডিজিটাল: গৌরীশঙ্কর মহাপাত্র , এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম: এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির উদ্যোগে এগরা শহরের সৌরভ লজে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় শনিবার । সান্ধ্যকালীন অনুষ্ঠানে দলের বুথস্তরের নেতৃত্বরা সম্মেলনে অংশ নেন। বিধায়ক তার প্রারম্ভিক বক্তব্যে জানান দীর্ঘদিনের ইচ্ছে সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা আড্ডার আয়োজন। অনেক বিধায়ক আছেন যিনি তার নির্বাচিত এলাকায় খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার ভাবনায় এমনই একটি প্রসঙ্গ আসে। এটা ঠিক যে দল নেত্রীর নির্দেশ তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে বুথস্তরের কর্মীরা দিনরাত প্রানাতিপাত পরিশ্রম করেন। তাদের সঙ্গে উপরের নেতৃত্বের যোগাযোগটা তেমন থাকে না। আবার অঞ্চল ,ব্লক স্তরের সঙ্গে তো নয়ই। আজকে বুথস্তরের বহু কর্মী এই সম্মেলনে যোগ দিয়েছেন এতে আমি আনন্দিত ও আপ্লুত। ত্রুটি-বিচ্যুতি প্রথম বছর থাকবে আগামী বছর তা সংশোধিত ও আরো বৃহদাকারে করার অনুপ্রেরণা যোগাবে ।এ প্রসঙ্গে তিনি প্রয়াত এগরা -১ব্লক সভাপতি বিজনবিহারী সাউর প্রসঙ্গ টেনে আনেন। তার অনুপস্থিতি ভারাক্রান্ত তিনি তার স্মরণ করেন। শেষে প্রীতি ভোও ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।