গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি:  কাঁথি এগরা, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পটাশপুর-২এর আড়গোয়াল পঞ্চায়েতের আড়গোয়াল পল্লীশ্রী এস কে ইউএসএর ৬১ তম বার্ষিক সাধারণ সভা স অনুষ্ঠিত হয় সোমবার সমিতির আড়গোয়াল কার্যালয়ে। অনুষ্ঠানে ৮০ শতাংশের উর্ধ্বে নম্বর পাওয়া জব্দা বিদ্যাসাগর ও ব্রজকিশোরপুর দেশপ্রাণ গঙ্গারাম হাই স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ২৩ জন ছাত্র ছাত্রীকে সম্বর্ধানা জ্ঞাপন হয়। প্রত‍্যেকের হাতে এক হাজার টাকার ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট, স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী তুলে

    দেওয়া হয়।স্বাগত ভাষণে সমিতির সম্পাদক গৌরহরি জানা জানান সমিতিতে কৃষি দাদন যেমন হয়, তেমনি কেভিপি এনএস সি এবং গোল্ড রেখে লোন পাওয়া যায়। পাশাপাশি কৃষক স্বার্থে কীটনাশক ঔষধ, রাসায়নিক সার ও পেট্রোল পাম্প পরিষেবা রয়েছে। সভাপতিত্ব করেন সমিতির প্রাক্তন ম্যানেজার বর্তমান স্থায়ী সভাপতি পূর্ণচন্দ্র দাস। তিনি তার বক্তব্যে সমিতির শ্রীবৃদ্ধিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। বার্ষিক আয় ব‍্যায় তুলে ধরা হয়। সমিতিরবর্তমান সদস্য সংখ্যা ৮৫০ জন। সমিতির লাভ প্রায় ১৮ লক্ষ ৪৬ হাজার টাকা। এবারে সদস্য দের ১০% ডিভিডেন্ট দেওয়া গেছে।  লোন রিকোভারি ১০০%।উপস্থিত
      ছিলেন আড়গোয়াল পঞ্চায়েতের প্রধান শেখ মালেক আলি, কাঁথি সমবায় ইউনিয়নের ডাইরেক্টর তথা জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দগোস্বামী, ডাইরেক্টর পশুপতি সাউ, দীপক দাস, অশোক নন্দী, চন্দ্রকান্ত আচার্য,পূর্ণেন্দু মহাপাত্র , সমিতির ম‍্যানাজার মিহির মিশ্র, চিত্তরঞ্জন নায়ক সহ “মা মনসা”, “মা চন্ডী”, “মা শীতলা”সহ ৫০ টি স্বসহায়ক দলের নেত্রীগণ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভার সভাপতি পূর্ণচন্দ্র দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *