গৌরীশঙ্কর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম : শনিবার গনেশ চতুর্থীতে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে সিদ্ধিদাতার পুজার্চনায় ব্রতী এগরাবাসী। শঙ্কধ্বনি, উলু, ঢাকের আওয়াজে মুখরিত আকাশ বাতাস।শনিবার সকাল থেকেই পুজোয় মেতে উঠেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা৷ শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৫ নম্বর, এবং ৬ নম্বর ওয়ার্ডে টার্গেট ক্লাবের উদ্যোগে তৃতীয় বর্ষের গণেশ পুজোর শুভ উদ্বোধন হয়। ফিতে কেটে মন্ডপের উদ্বোধন করেন্ কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন বিশিষ্ট
এগরার ৫, ৯, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক ক্লাবে গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক, কাউন্সিলর শেখ সুরজ আলি, জয়ন্ত সাহু, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, গৌতম পাত্র ও সুজিত মাইতি প্রমুখ।এগরা ৯নং ওয়ার্ডের “মহেশপুর গণেশ কমিটি”এর পরিচালনায় শ্রী শ্রী গণেশ পুজানুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি।এগরা ১৩নং ওয়ার্ডের “ক্লাব যুব সংঘ” এর গণেশ পুজানুষ্ঠানে উপস্থিত হন সভাধিপতি। তিনিএগরা ১৪নং ওয়ার্ডের “ব্রাইড ফিউচার ক্লাব”এর গণেশ পুজানুষ্ঠানে এলাকাবাসীদের হাতে বস্ত্র তুলে দেন।এগরা ১নং ওয়ার্ডের কালী মায়ের মন্দির প্রাঙ্গণে গণেশ পুজানুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি।এগরা ৬নং ওয়ার্ডের অন্তর্গত “Club United Creation’ পূজা মন্ডপে উদ্বোধন করেন সভাধিপতি উত্তম বারিক।