গৌরীশঙ্কর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম : শনিবার গনেশ চতুর্থীতে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে সিদ্ধিদাতার পুজার্চনায় ব্রতী এগরাবাসী। শঙ্কধ্বনি, উলু, ঢাকের আওয়াজে মুখরিত আকাশ বাতাস।শনিবার সকাল থেকেই পুজোয় মেতে উঠেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা৷ শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৫ নম্বর, এবং ৬ নম্বর ওয়ার্ডে টার্গেট ক্লাবের উদ্যোগে তৃতীয় বর্ষের গণেশ পুজোর শুভ উদ্বোধন হয়। ফিতে কেটে মন্ডপের উদ্বোধন করেন্ কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন বিশিষ্ট

    সমাজসেবী কার্তিক দাস, টার্গেট ক্লাবের সভাপতি অন্যদেব গায়েন, সম্পাদক শুকদেব বারিক, সদস্য সৌম্যজ্যোতি জানা, প্রশান্ত সিং প্রমূখ।এদিন এগরার আলংগিরিতে “রয় রয়” ক্লাবের উদ্যোগে সিদ্ধ্বিদাতা গণেশ পুজোয় ব্রতী হয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। এদিন খিঁচুড়ি প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মদন গোপাল সাউ, সম্পাদক সত্যব্রত পাণিগ্রাহী, খগেন দাস, বিশ্বজিৎ মাইতি, সুবল মান্না, নিতাই চরণ সাউ প্রমুখ। রাতে এগরার “বাঘমারী তরুণ সংঘ”এর
      উদ্যোগে ষষ্ঠ বর্ষের সার্বজনীন গণেশ পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, বিশিষ্ট সমাজসেবী অশোক দাস, চন্দন রায়, প্রদীপ পন্ডা, হরিশ মাইতি, আয়োজক সংস্থার সভাপতি মিলন দত্ত, সম্পাদক অজয় প্রধান প্রমুখ।
      পাশাপাশি

       

      এগরার ৫, ৯, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক ক্লাবে গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক, কাউন্সিলর শেখ সুরজ আলি, জয়ন্ত সাহু, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, গৌতম পাত্র ও সুজিত মাইতি প্রমুখ।এগরা ৯নং ওয়ার্ডের “মহেশপুর গণেশ কমিটি”এর পরিচালনায় শ্রী শ্রী গণেশ পুজানুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি।এগরা ১৩নং ওয়ার্ডের “ক্লাব যুব সংঘ” এর গণেশ পুজানুষ্ঠানে উপস্থিত হন সভাধিপতি। তিনিএগরা ১৪নং ওয়ার্ডের “ব্রাইড ফিউচার ক্লাব”এর গণেশ পুজানুষ্ঠানে এলাকাবাসীদের হাতে বস্ত্র তুলে দেন।এগরা ১নং ওয়ার্ডের কালী মায়ের মন্দির প্রাঙ্গণে গণেশ পুজানুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি।এগরা ৬নং ওয়ার্ডের অন্তর্গত “Club United Creation’ পূজা মন্ডপে উদ্বোধন করেন সভাধিপতি উত্তম বারিক

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *