গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি ,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম: মেদিনীপুর-২ রেঞ্জ পূর্বকন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন, সমবায় ব্যাংক ও সমবায় সমিতিগুলির আর্থিক সহায়তায় নবনির্মিত সমবায় প্রশিক্ষণ হলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার। কাঁথি সমবায় ইউনিয়ন অফিসে সমবায়ের
পতাকা উত্তোলন, মঙ্গলদীপ প্রজ্জ্বলন ,ফলক উন্মোচন সহ ফিতা কেটে সমবায় প্রশিক্ষণ হলের উদ্বোধন করেন রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান বিধায়ক স্বর্ণকমল সাহা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন ও হাউসফেড এর সভাপতি আশীষ চক্রবর্তী, রাজ্য সমবায় ইউনিয়নের উপনিবন্ধক ও মুখ্য নির্বাহী আধিকারিক সঙ্গীতা সাঁধু, পূর্ব মেদিনীপুর রেঞ্জ -২ কাঁথি
সহ নিবন্ধক সুব্রত গায়েন ,বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক তথা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, কার্ড ব্যাংকের সি ও অমিয় কান্তি হোতা, কন্টাই কো অপারেটিভ ব্যাংকের সেক্রেটারি অ্যাপেলো আলি, রাজ্য স্টেট ডাইরেক্টর প্রদীপ পাত্র ও প্রতাপ নারায়ণ পয়ড়্যা, সি ডি ও বিদ্যুৎ মণ্ডল, বলাগেরিয়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থসারথি দাস, ইউনিয়নের ডাইরেক্টর দীনেশ প্রধান, বিকাশ বেজ,রীনা দাস, মুগবেড়িয়া ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান নিতাই
জানা প্রমুখ ।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ডাইরেক্টর বিথী পন্ডা। স্বাগত ভাষণ দেন সংস্থা সহ সভাপতি গোলকেশ নন্দগোস্বামী, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউ নিয়ন সম্পাদক সত্যজিৎ ধাড়া। উদ্বোধক তার বক্তব্যে রাজ্যে সমবায়ের বিকাশে অবিভক্ত মেদিনীপুর জেলার উল্লেখযোগ্য অবদান স্বীকার করেন এবং বলেন তা সম্ভব হয়েছে অধ্যাপক সুধাংশু পন্ডা , স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন কুমার ত্রিপাঠী, জ্যোতির্ময় কর ,সমরেশ দাস ,বিষ্ণুপদ হাজরা, শৈলজা দাস,বরেন্দ্রনাথ পাত্রদের মত সমবায় নেতৃত্বের জন্য। ইনারা সমবায়কে আন্তরিকভাবে ভালবাসতেন এবং তার বিকাশের সর্বোত চেষ্টা করেছেন যাতে গ্রামীণ মানুষের অর্থনীতি মজবুত হয়। আপনাদের কাছে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। সেই জেলায় সমবায়ের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ হলের উদ্বোধন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি । পাশাপাশি তিনি কাঁথিতে রাজ্যব্যাপী সমবায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেন। তা যদি বাস্তবায়িত হয় তাহলে সেটি হবে রাজ্যের সম্ভবত অষ্টম
প্রশিক্ষণ কেন্দ্র।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ডাইরেক্টর স্বপন কুমার জানা ও কো অপারেটিভ ইউনিয়ন সচিব বিবেকানন্দ পয়ড়্যা। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিয়ন সভাপতি তথা অনুষ্ঠানের সভাপতি হরিসাধন দাস অধিকারী।সভার পূর্বে রাজ্য সমবায় ইউনিয়নের সভাপতি বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সারেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক এবং পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযুষ কান্তি পন্ডা।