পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার খলিসাভাঙ্গা হাইস্কুলের শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান:
খলিসাভাঙ্গা হাইস্কুলের শিক্ষক তাপস কুমার হাইত দীর্ঘ প্রায় ২৮ বছর শিক্ষকতা করার পর অবসর গ্ৰহণ করলেন। সেই উপলক্ষ্যে বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষকের ছাত্র ছাত্রীদের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্যের ভূয়শ্রী প্রশংসা করেন। বিদায়ী শিক্ষক তাপস হাইত ছাত্র ছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে নীতি ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের শিক্ষক দেবকুমার ত্রিপাঠী, শান্তনু দত্ত বর ,রতন কুমার সাউ,স্বপন বেরা, কমলকান্তি শীট, বিভুরঞ্জন মন্ডল,পুষ্পেন্দু মাইতি,অমল পাত্র সহ প্রায় সকল শিক্ষক শিক্ষিকা গণ তাপস হাইত বাবুর কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে সকল শিক্ষক শিক্ষিকা – শিক্ষাকর্মী গণ ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার সামগ্ৰী তুলে দেওয়া হয়।তাপস হাইত বাবু বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের মিষ্টিমুখ করান।