আবেশভূমি, সঞ্জীব আচার্য্য, এগরা:- ঘটনা, দূর্ঘটনা, মিটিং, মিছিল, বিক্ষোভ, অবরোধ, রাজনৈতিক উত্তেজনা, আগুন, গুলি, পুলিশের লাঠিচার্জ সহ বিভিন্ন খবর তুলে ধরতে ভীড়ের মধ্যে, উত্তেজিত জনতার মাঝে অনেক সময় কাজ করতে হয় সাংবাদিকদের। সাধারণ মানুষের সাথে সাংবাদিকদের পৃথক করা কষ্টকর হয়ে ওঠে জনতার পক্ষে এবং পুলিশ প্রশাসনের পক্ষে।
সমস্যা সমাধানে উদ্যোগী হল পুলিশ প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলায় কর্মরত সাংবাদিকদের একটা বড় অংশের হাতে তুলে দেওয়ার হল প্রেস লেখা সবুজ রং এর বিশেষ জ্যাকেট। প্রচন্ড ভীড়ে, উত্তেজনাকর পরিস্থিতিতে এই পোষাক সাংবাদিকদের খুব উপকারে লাগবে বলে মনে করছেন জ্যাকেট পাওয়া সাংবাদিকরা।