আবেশভূমি : অ্যমিটি ইউনিভার্সিটি রাইপুর (ছত্তিশগড়) থেকে ৩০ আগষ্ট শুক্রবার পি.এইচ.ডি ডিগ্রি প্রদান করা হয় শুচিস্মিতা পণ্ডাকে।পূর্ব মেদিনীপুরের এগরার প্রত্যন্ত এলাকা থেকে ইংরেজি সাহিত্যে বিশেষ গবেষণার জন্য এই ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণার বিষয় আরবান লিটারারি স্টাডিজ। দীর্ঘ অধ্যবসায় এবং লক্ষ্য পূরণের স্বপ্ন শুচিস্মিতাকে সাফল্য এনে দেয়। বিখ্যাত বাঙালি সাহিত্যিক শংকর (মনিশংকর মুখার্জি) -এর লেখা চারটি উপন্যাসের উপর ভিত্তি করে তাঁর এই গবেষণা। মূলত ঐ উপন্যাসগুলিতে সমসাময়িক আর্থ- সামাজিক পরিস্থিতির বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি সুচিস্মিতার গবেষণার মূল ভিত্তি ছিল। তিনি অত্যন্ত দক্ষ মানসিক দৃঢ়তায় সমসাময়িক রাজনীতি এবং নৈতিক অস্থিরতাকেও তাঁর এই গবেষণায় তুলে ধরেছেন। সুচিস্মিতার এই গবেষণা আগামীদিনে পাঠক এবং হবু গবেষকদের গবেষণার কাজে খুব উপকৃত হবে বলে মনে করেন প্রফেসর ড. ইন্দ্রানী সিং রায়। গবেষণা কমিটির অন্যতম বিশেষজ্ঞ দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক ড: উজ্জ্বল জানা বলেন শুচিস্মিতা একটি প্রাসঙ্গিক ও সমসাময়িক এবং একটি অনাবিষ্কৃত পরিসরে এই গবেষণা করে তাক লাগিয়ে দিয়েছেন। সুচিস্মিতার বাবা শিক্ষারত্ন কমল কুমার পণ্ডা এবং মা কাকলি পণ্ডা তাঁদের কন্যার এই অসামান্য সাফল্যে ভীষণ খুশি হয়ে বলেন তাঁদের বহুদিনের প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো, মেয়ের প্রতি তাঁদের ভরসাও ছিল, তাঁরা বিশ্বাস করতেন এমন একটি কঠিন বিষয়ের উপর গবেষণা করে শুচিস্মিতা ভবিষ্যত পড়ুয়াদের জন্য একটি অজানা দিক উন্মোচন করতে পারবে। খাড় হাইস্কুলের এই প্রাক্তন ছাত্রীর সাফল্যে শিক্ষা মহলে খুশির হাওয়া।