গৌরীশংকর মহাপাত্র , আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিমা ও ঝাড়গ্ৰাম :- আর.জি.করের ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুর বাজারে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন হয় রবিবার। দাঁতন ২ ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এই মিছিল ও ধর্ণা অনুষ্ঠিত হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুর বাজারে আর জি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ একাধিক দাবি তুলে দাঁতন ২ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল হয়। উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন ২ ব্লক তৃনমূল সভাপতি শেখ ইপ্তেকার আলি, দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা, মহিলা সভানেত্রী প্রীতিলতা বেরা, সহ-সভাপতি কার্তিক জানা, জেলা পরিষদের সদস্য খাইরুল বসার খান, অরুপ মাইতি প্রমুখ। এদিনের বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন। যা ছিল চোখে পড়ার মতো।