রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘের ৩৩ তম বার্ষিক সভা হয় রবিবার মংরাজ প্রাথমিক বিদ্যালয়ে। সভাপতিত্ব করেন সংস্থা সভাপতি রামশংকর মহাপাত্র। সম্পাদকীয় প্রতিবেদনে সংস্থার ধারাবাহিক কাজের বিবরণ ও বার্ষিক আয় ব্যয়সহ সামগ্ৰীক অবস্থা উপস্থাপন করেন সম্পাদক গৌরীশংকর

    মহাপাত্র।সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা অংশ নেন সদস্য পশুপতি সাউ ,শুভাশিস মহাপাত্র ,হরেন্দ্রনাথ দাস, ক্ষুদিরাম আচার্য, অনন্ত মন্ডল, শ্যামাপদ প্রধান, গৌরহরি মন্ডল প্রমূখ। আগামী দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ,চক্ষু পরীক্ষা শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, ছেলেদের জন্য ভলিবল এবং মেয়েদের জন্য টেনশন বল খেলার আয়োজনসহ সংস্থার স্থায়ী গৃহ নির্মাণের প্রস্তাব আলোচিত হয় ।উপস্থিত ছিলেন বালিঘাই জগন্নাথ
      জীঊ সেবা সমিতির প্রতিনিধি যুগ্ম সহ সম্পাদক বিরোজাকান্ত প্রধান ও ধনঞ্জয় সিংহ, মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস প্রধান । প্রায় ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন।
      শেষে ২০জন দুস্থকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শেষে ১৫ জনের একটি শক্তিশালী কমিটি গঠন হয়। পরবর্তীসভায় কর্মকর্তা নির্বাচন হবে। প্রীতিভোজে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। সভা সুসম্পন্ন হওয়ায়সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *