গৌরীশংকর মহাপাত্র ,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব-পশ্চিম ও ঝারগ্রাম:আন্তর্জাতিক নারী দিবসে এগরায় মহিলা তৃণমূলের মিছিল ও সম্বর্ধনা জ্ঞাপন আয়োজন করে শহর মহিলা তৃণমূল। পদযাত্রা শেষে বর্ষিয়ান সমাজসেবী গীতা রানী নন্দ(৮৫) এবং আইসিডিএস এর প্রাক্তন শিক্ষিকা শ্যামলী সাউ কে উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।উপস্থিত ছিলেন এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি ডা:বাদল অশ্রু ঘাটা, উপ পৌর মাতা সোমা চক্রবর্তী, কাউন্সিলর খুকু বিশাই ও জয়ন্ত সাউ, শহর তৃণমূল সভাপতি উদয় পাল, প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ‍্য সম্পাদিকা সুতিকা প্রধান প্রমূখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন শহর মহিলা তৃণমূল নেত্রী কবিতা প্রধান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *