
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম : ভগবানপুর- ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে কাজলাগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় শনিবার। নারী দিবস সামনে রেখে নারী ও শিশু সুরক্ষা নিয়ে বিশেষ আলোচনা হয়। কাজলাগড়ে বিডিও অফিস প্রাঙ্গনে খোলা আকাশের নিচে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মহিলাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, আবৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়ন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। স্কুল ছাত্রী, শিক্ষিকা, নার্স, ডাক্তার, মহিলা পুলিশ কর্মী সহ গৃহবধূদের ফুল ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন বিডিও বিকাশ নস্কর, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, জেলা পরিষদের সদস্য রবীনচন্দ্র মন্ডল, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষা শেফালী কর প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনায় জয়েন্ট বিডিও অনিমেষ মন্ডল।