
গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।প্রয়াত প্রাক্তন বাংলা ভাষা শিক্ষক ও গবেষক ড.রামরঞ্জন রায়(৮৫)।গত ২২শে ফেব্রুয়ারি বেলভিউ নার্সিংহোমে পরিবারের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি দেন।ভগবানপুর থানার বেঁউদিয়ার রায় পরিবারের লোকনাথ ভবণে ব্রাহ্মণ পরিবারে ২৭ জানুয়ারী ১৯৪১ এ জন্মগ্রহণ করেন ডঃ রামরঞ্জন রায়। শিক্ষক জ্যাঠামশাই এর হাত ধরে ছাত্রাবস্থায় ভগবানপুর হাই হাইস্কুলে পঠনপাঠন সেরে খুকুড়দহ ,ঘাটাল হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষায় এমএ পাস করেন। কবি উপন্যাসিক প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যে গবেষণা করে ডক্টরেট লাভ করেন। তাঁর লেখা ঘাটালের কবি ও কবিতা, প্রেমেন্দ্র মিত্র কবি ও উপন্যাসী, বাগদী রাজ্যের রাজকন্যা, গীতাঞ্জলি অগ্নি ঈশ্বরের সংসার প্রভৃতি। স্থায়ী ভাবে ঘাটালে বসবাস করতেন।দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত রোগে