
রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম : দ্বাদশ বর্ষ এগরা মহকুমা বই মেলার শেষ দিন নোডাল ব্লক পটাশপুর-১ ও কালিপদ রায় মহাপাত্র দিবস আলোচনা শেষে ব্যাপক মানুষের উপস্থিতিতে পুরস্কার বিতরণী ও গুণীজন সম্বর্ধনার মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয় শনিবার।এগরা প্রেসক্লাব, পৌর ও ত্রিস্তর পঞ্চায়েতের সহযোগিতায় এই মেলায় পৌরহিত্য করেন মেলার কার্যকরী সভাপতি বীরকুমার শী। কালিপদ রায় মহাপাত্র নিয়ে স্মারক বক্তৃতা রাখেন সম্পাদক। বালিঘাই জগন্নাথ জীউ সেবাসমিতি সাংস্কৃতিক মঞ্চে ভগবানপুর-১ ব্লকের কৃতিদের হাতে পুরস্কার তুলে দিয়ে পুরস্কার বিতরণ পর্বের উদ্বোধন
করেন জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া। সঙ্গে পালপাড়া কলেজের অধ্যাপক ডঃ মৃনালকান্তি দাস, গ্রন্থাগারিক সত্যব্রত সাহু আইনজীবী অমল রঞ্জন রায়, কো অর্ডিনেটর প্রবীর ভঞ্জ ও প্রতিযোগিতা বিভাগের আহ্বায়ক তপন কুমার মন্ডল, শংকর নারায়ণ মিশ্র প্রমুখ।
বর্ষীয়ান কর্তা এগরা-২ ব্লকে পুরস্কার বিতরণীতে বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থসারথি দাস ও এগরা ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী সঙ্গে অনিল ঘোড়াই স্মৃতি পুরস্কার দাতা কবি সর্বাণী ঘোড়াই, সন্ধ্যা মাইতি স্মৃতি পুরস্কার দাতা কবি মানস মাইতি।
সংসদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সভাপতি হাবিবুর রহমান পৌরসভার পুরস্কার বিতরণ শুরু করেন।সঙ্গে চিকিৎসক এন কে প্রধান, আজীবন সদস্য নির্মলেন্দু নন্দ, কো অর্ডিনেটর দীপঙ্কর ভারতী প্রমুখ।এগরা -১ ব্লকে পুরস্কার বিতরণে নেগুয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড শিবশঙ্কর মহাপাত্র, সাহিত্যিক অর্ধেন্দু দাস প্রমূখ।
সম্পাদক জানান , মহকুমা জুড়ে ৩২০ জনকে পুরস্কার তুলে দেওয়া হয়, ৭ দিনের মেলায় প্রায় বই বিক্রি প্রায় ৪ লক্ষ।অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬জন ব্যক্তিত্বকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য প্রাক্তন মন্ত্রী অধ্যাপক প্রবোধচন্দ্র সিনহা, শিক্ষা ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক নবকান্ত জানা, সঙ্গীত জগতে কবি সুরকার বিনোদ বিহারী জানা, সাহিত্যে রসরাজ ধরণীধর গায়েন, চিকিৎসা ক্ষেত্রে ডা বাদল অশ্রু ঘাটা এবং রামকৃষ্ণ মিলন মন্দিরের মতন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির অন্যতম সংগঠক রামনারায়ণ দাস কে পুষ্পস্তবক ,মানপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। শারীরিক অসুস্থতায় প্রবোধ বাবু উপস্থিত না থাকায় পরে তার মানপত্র পৌঁছে দেয়ার কথা ঘোষণা করেন সম্পাদক।
এরপরে আজীবন সদস্যদের গোলাপ দিয়ে বরণ করে তাদের হাতে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। সমগ্ৰ পর্বে উপস্থিত ছিলেন মেলার কোষাধ্যক্ষ আশীষ কুমার দাস, সুমন কল্যাণ প্রধান, আরতি মাইতি, অধ্যাপক স্বপন মিশ্র, অঙ্কু সোনা ঘাটা, রামতনু ঘাটা, সাংবাদিক অংশুমান পন্ডা ,সঞ্জীব দাস , শঙ্কু দাস প্রমূখ।
শেষে সাত দিনের মেলা সুসম্পন্ন করতে উদ্বোধক এনে এম এল তরুণ কুমার মাইতির সহযোগিতার পাশাপাশি পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন, ত্রিস্তর পঞ্চায়েত, পৌর প্রশাসন ,মেলার ভূমিদাতা মাইতি পরিবার,এগরা জে এল হাই স্কুল মেলায় আগত স্টলদাতাদের রাত্রি নিবাসের ব্যবস্থা করে দেওয়া,পৌর কর্তৃপক্ষ প্রতিযোগীদের আপ্যায়নের ব্যবস্থা করায়, মেলায় এসে স্টলদাতারা সহযোগিতা করাসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মেলা কমিটির কার্যকরী সভাপতি বীরকুমার শী। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বই মেলার সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।