
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমিডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পটাশপুর-২ ব্লকের খাড় অঞ্চলের দক্ষিণ খাড় বাজার সংলগ্ন জাতীয় কংগ্রেস কার্যালয়ে প্রয়াত জাতীয় কংগ্রেস নেতা ও সমাজকর্মী অশোক আচার্য্যের স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার। উপস্থিত সকলে তার বর্ণময় কর্মজীবন, স্পষ্টবাদী বক্তব্য ও চিন্তা ধারার, বিভিন্ন বিষয়ে তার একলা চল মনোভাব , কলেজ জীবন, ভূমিদপ্তরের কর্মজীবন ও রাজনৈতিক জীবনের পাশাপাশি তার স্ত্রী শিপ্রা আচার্য্যের প্রধান থাকা কালে এলাকার মানুষের পাশে থেকে অবিভাবকের মত সহযোগিতার নানা প্রসঙ্গ তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।ছিলেন পটাশপুর-২ ব্লক কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ জানা, খাড় অঞ্চল কংগ্রেস সভাপতি বিজয় প্রামাণিক, দলের পঁচেট অঞ্চল সভাপতি বিজয় দাস, কল্যাণপুর বুথ সভাপতি ভানুচরণ দলাই, আই. এন.টি.ইউ.সি নেতা শ্রীমন্ত ভূঁঞ্যা, সি পি আই এম নেতা চন্দন জানা প্রমুখ।