দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর : ২৬মে ” ঝাওয়া তৃণমূল কমিটি ” র উদ্যোগে এবং জেলা পরিষদ সদস্য উত্তম বারিক ও তমলুকের সাংসদ পত্নী সুতপা অধিকারীর সহযোগিতায় বিশেষ ত্রাণ শিবির অনুষ্ঠিত হয়। ছিলেন সমাজসেবী পবিত্র প্রধান, অমিত প্রধান, আলাদারপুট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ গিরি প্রমুখ। উদ্যোগতা ও অতিথিদের আর্থিক সহযোগীতায় করোন ত্রাণ ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী ( মুড়ি ১ প্যাকেট , চিড়ে ১ প্যাকেট , তেল ৫০০ , সাবান ১ টি , চা ১০০ গ্রাম , ডাল ৩০০ , চিনি ৫০০ , সোয়াবিন প্যাকেট ২ টি , লঙ্কা গুড়ো ১০০ , হলুদ গুড়ো ১০০ , আলু ২ কেজি , পেয়াজ ১ কেজি , মাস্ক ১ টি , সানলাইট , সরষে তেল ৫০০ ) প্যাকেট তুলে দেওয়া হয়। কর্মসূচির সূচনা পর্বে ছিলেন উত্তম বারিক মহোদয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *