গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: কোভিড- ১৯ এর সংক্রমন প্রতিরোধে সারা দেশে লকডাউন চলছে। লকডাউনের ফলে জন জীবন স্তব্ধ। রোজগারী মানুষজন গৃহবন্দী, খাদ্যের অভাব দেখা দিয়েছে। সরকারীভাবে খাদ্য ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়,মানুষের হাতে অর্থ নেই। ৪০% এর বেশি মানুষ আপসেট হয়ে পড়েছেন। এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ,’কাজলা জনকল্যাণ সমিতি’, ও মুর্শিদাবাদের সেচ্ছাসেবী সংগঠন ‘অর্কিড ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ ন. ২ ন. ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের ৫০টি গ্রামের ২০০০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেয়। প্রতিটি পরিবারকে চাল, মুসুর ডাল, আলু, পেঁয়াজ, রান্নার তেল, লবন, সুজি, জিরা, চা, লঙ্কা, হলুদ গুঁড়া, বিস্কুট, সাবান ও মাস্ক ইত্যাদি সামগ্রী ও হেল্থ কিট বিতরণ করে।

    কাজলা জনকল্যাণ সমিতির এই কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন “আজিম প্রেমজি ফিলান্থ্রপিক ইনিশিয়েটিভস’ , ব্যাঙ্গালোর । ত্রাণ সামগ্রী বিতরণের কাজে কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, রাজকুমার মাইতি অর্কিড ফাউন্ডেশন অফ ইন্ডিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহেল রানা আলমও তার টিমও অন্যান্য কর্মীবন্ধুগণ দিনরাত এক করে মানুষের পাশে রয়েছেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *