গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।আজ ১১ই জুন বৃহস্পতিবার আমফান ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্থদের ত্রাণের দাবিতে ব্লকে ব্লকে কংগ্রেসের ডেপুটেশন দেয়। একই সঙ্গে ত্রাণ বিতরণে দলবাজী ও স্বজনপোষণ বন্ধ করতে সর্বদলীয় ত্রাণ-বিতরণ কমিটি গঠনের দাবি জানান হয়। এগরা শহর কংগ্রেসের পক্ষ থেকে এগরা পৌরসভায় প্রশাসক প্রধান শংকর বেরার কাছে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব ছিলেন মানস করমহাপাত্র, অমিতাভ জানা, শ্রমিক সংগঠনের নেতৃত্ব সাধনকান্তি উত্থাসনী, প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাশ, সুবোধ জানা, কালিপদ শীট প্রমুখ।
এগরা ১ কংগ্রেসের পক্ষ থেকে এগরা-১ বি ডি ও বংশীধর ওঝার কাছে ডেপুটেশন দেয়। নেতৃত্বে ছিলেন সত্যগোপাল ভান্ডার, উত্তম দাস, স্বপন দে,সেখ মামুদ প্রমূখ।
পটাশপুর-১এ অনুরূপ কর্মসূচিতে বি ডিও সুভাষ ঘোষের কাছে ডেপুটেশনে নেতৃত্ব দেন শংকর বল্লভ,আস্রাফুল বেগ,অসিত বিশাই প্রমুখ। পটাশপুর-২,এগরা-২ও ভগবানপুর-১এ অনুরূপ কর্মসূচি পালিত হয়।