দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর:জেলায় নতুন করে ৫ জন শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। ৫ জনকেই পাঁশকুড়া করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কাঁথির হাতাবড়িতে-১ খেজুরির বোগায় -১, অন্যরা রামনগর -১ এর তালগাছাড়ি -১ও বাধিয়া পঞ্চায়েতে । এই খবর পাওয়ায় গোটা মহাকুমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দিকে কাঁথি পৌরবোর্ডের প্রশাসক প্রধান সৌমেন্দু অধিকারী আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
স্বাস্থ্যদপ্তর থেকে জানাগিয়েছে খেজুরী বোগার এই পরিয়ারী যুবক মহারাষ্ট্র থাকতো। গত দুই সপ্তাহ আগে বাড়ি ফিরেছিল। স্বাস্থ্য দপ্তর থেকে ওই যুবকের লালারস সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়। পাশাপাশি বাড়িতে হোম কোরায়ন্টাইন সেন্টারে ছিল।শুক্রবার সন্ধ্যায় করোনা ভাইরাস আক্রান্ত বলে জানিয়ে দেয় স্বাস্থ্য দপ্তর।অপর জন কাঁথি শহরে হাতাবারি বাসিন্দাঐ যুবক দুই সপ্তাহ আগে মহারাষ্ট্র থেকে ফেরে।তার লালারস সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়। পাশাপাশি কাঁথি প্রভাত কুমার কলেজের কোরায়ন্টাইন সেন্টারে ছিল। পজেটিভ আসার পরই কোরায়ন্টাইন সেন্টার থেকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুই সপ্তাহ পরে খেজুরির বোগার বাসিন্দার রির্পোট আসায় এই সময়কে মেলামেশা থেকে সক্রমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কতজনের সম্পর্শের ওই যুবক এসেছিল তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে? আক্রান্তের পরই এদের চিকিৎসার জন্য পাঁশকুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।Ψ