দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।। আজ বালিঘাই এরিয়া কমিটির উদ্যোগে দোবাঁধীতে প্রয়াত সিপিএম কর্মী বিশ্বজিৎ সাউ’র প্রতিকৃতিতে মাল্যদানের পর শোক মিছিল,স্মরণ সভা হয়। বক্তব্য রাখেন কমঃ বিশ্বম্ভর রায়,প্রাক্তন জেলা কমিটির সদস্য বিশ্বম্ভর রায়, বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়া, বালিঘাই এরিয়া কমিটি সম্পাদক সুদীপ্ত মাইতি,জেলা কমিটির সদস্য কৃষ্ণপদ মাইতি, সি আই টি ইউ
এর জেলা সম্পাদক সুব্রত পন্ডা। সভায় পৌরোহিত্য করেন বালিঘাই এরিয়া কমিটির সদস্য প্রনবেশ রায়। সকলেই স্মৃতিচারণায় সহ যোদ্ধা বিশ্বজিৎ সাউ’র বর্ণময় কর্মজীবন তুলে ধরে বলেন – তার সহজ সরল জীবনযাপন, অমায়িক ব্যবহার, ছোটদের বন্ধু করে নেওয়া, বিপদে মানুষের পাশে দাড়ানো ছিল অনুকরণ যোগ্য। রান্নায় ছিল তার বিশেষ দক্ষতা, পরম যত্নের সঙ্গে নেতৃত্বদের দেওয়ার দায়িত্ব পালন করতেন, গ্রামীণ সংস্কৃতি, দরিদ্র মানুষের সেবার
প্রতি টান থেকেই তিনি বালিঘাই বিশিষ্ট ব্যবসায়ী আশিস ঝাওয়ার উদ্যোগে গড়ে ওঠা জগন্নাথ সেবা সমিতির সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন, সেখানেও তাঁর উপর অর্পিত দায়িত্বযথাযথ পালন করে গেছেন ।শেষ জীবনে অসুস্থতা সত্ত্বেও পার্টিও গণসংগঠনের সমস্ত কাজ বিরুদ্ধ পরিস্থিতি, সন্ত্রাস উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে গেছেন।