গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের ‘খেঁজুরদা মনসা পূজা সমিতি”র উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রাম কুমার পন্ডা । সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, সম্মানীয় অতিথি বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির কর্ণধার সমাজসেবী- আশীষ ধাওয়া। ছিলেন সমাজসেবী সন্দীপ পাত্র, আশীষ দাস,যাদব চন্দ্র বর, জয়নারায়ান সৎপথী প্রমুখ। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন- করোনা পরিস্থিতি ও ইয়াশ এর জোড়া ফলায় ব্লড ব‍্যাঙ্ক গুলি রক্তশূন্যতায় ভূগছে। ফলে প্রসূতি ও থ‍্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাদের পরিবার চরম সংকটে ,এমতাবস্থায় উদ্যোগতাদের এমন উদ্যোগ প্রসংশার দাবি রাখে। আশীষ বাবু বলেন- দূর্যোগের ঠিক পরে পরেই এমন উদ্যোগ সাহসী পদক্ষেপ, সংস্থার এমন ভাল ও সাহসী কাজে তিনি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা সভাপতি দেবকুমার দাস। শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে ৩০ জনের রক্ত সংগ্রহ করেন এগরা ব্লাড ব্যাংক। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক সুরজিৎ পাহাড়ি ও সহ সম্পাদক রাখাল জানা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *