গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের প্রথম দিন রবিবার দিয়ে শুরু  হল নতুন বর্ষ। বাঙালী এই দিনটি আড়ম্বরের সঙ্গে উদযাপন করে। সঙ্গে নানান রুচির ভুরিভোজ । সঙ্গে সঙ্গে এই দিনে বিভিন্ন ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক

    অনুষ্ঠানের আয়োজন। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের প্রতাপদিঘীতে ‘কুহেলিকা সঙ্গীত একাডেমী’র উদ্যোগে বর্ষ বরণ উদযাপন ও বসন্ত উৎসব। কচিকাঁচাদের দ্বারা স্থানীয় বিদ‍্যালয় প্রাঙ্গনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে
      উপস্থিত ছিলেন পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, ব্লকের কর্মাধ্যক্ষ মানস রায়, বাগমারী নারী কল‍্যান শিক্ষা সদনের প্রধান শিক্ষিকা সুতপা জানা, নন্দীগ্রামের বাচিক শিল্পী স্বাগতা প্রামাণিক (রায়), তবলা প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার শ্রীকান্ত জানা, জ্যোর্তিন্ময় পাহাড়ী প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কুহেলিকা সঙ্গীত একাডেমির কর্ণধার পিয়াঙ্কা জানা (নন্দ)।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *