রাজকুমার মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা-২ব্লকের মঞ্জুশ্রী পঞ্চায়েতের ভাটদা অক্ষয় নারায়ণ জনকল্যাণ সমিতি ও ভাটদা গান্ধী গ্রামোন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির পৃষ্ঠপোষকতায় কন্টাই সেন্ট্রাল লায়ন্সের সহযোগিতায়
রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। ভাটদা গান্ধী ময়দানে কয়েক দিনের বাসন্তী পূজা ও মেলা শেষে শুক্রবার শিশুশিক্ষা কেন্দ্রে আয়োজিত রক্তদান শিবিরে ৬৬ জন রক্ত দান করেন। ভাটদা গান্ধী ময়দানে গান্ধীর
আবক্ষ মূর্তিতে মাল্যদানে ও রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক ও স্মারকসহ সবুজায়নের লক্ষ্যে চারাগাছ তুলে দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্জুশ্রী পঞ্চায়েতের প্রধান শংকর সাউ। সঙ্গে পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক সঞ্জয় বর, স্থানীয় পঞ্চায়েত সদস্যা রেখা রানীগিরি, এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্মকর্তা প্রকাশ রায়চৌধুরী,এগরা মহকুমা
বইমেলা ও এগরা প্রেস ক্লাবের সম্পাদক গৌরীশংকর মহাপাত্র,কাঁথি সেন্ট্রাল লায়ন্স প্রেসিডেন্ট অসীম কুমার মাইতি, সমাজসেবী প্রফুল্ল কুমার বর, মদন কুমার বর, গুণধর বর্মন, ভাটদা গান্ধী গ্ৰামোন্নয়ন সমিতির সভাপতি হেমন্ত কুমার জানা প্রমুখ। স্বাগত বক্তব্যে ক্লাব সম্পাদক দেবাশীষ বর জানান রক্তদানের পর প্রয়াত অগ্নিবীর রতনলাল গিরির স্মৃতিতে দিবারাত্রি ৮ বহিরাগত দলের নক আউট ভলিবল প্রতিযোগিতা রয়েছে। সভায় পৌরহিত্য ও সঞ্চালনায় আয়োজক ভাটদা অক্ষয় নারায়ণ জনকল্যাণ সমিতির সভাপতি অমল কুমার বর।
উপস্থিত সকলে সংস্থার সারা বছরের সেবামূলক কাজকর্মের সঙ্গে সঙ্গে পূজার্চনা পাশাপাশি সেবামূলক এমন সেবামূলক কর্মসূচির প্রসংশা করেন। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সাংস্কৃতিক আবহাওয়া তপন কুমার মন্ডল।