গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা-২এর ঐতিহ্যবাহী পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলে “বিদ্যালয় শিক্ষায় ছাত্র ছাত্রীদের নীতি শিক্ষা”র প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা ও ভাটনগর জয়ী কৃতি প্রাক্তন ছাত্র অনিন্দ‍্য দাসকে সম্বর্ধনা জ্ঞাপন হয় ১৬ এপ্রিল মঙ্গলবার।

    মঙ্গলদ্বীপ জ্বেলে শিক্ষা সেমিনার ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করেন বিবেকানন্দের পৈতৃক আবাস, সিমলা এর অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ জী। ছিলেন দেশের বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য সম্প্রতি ভাটনগর জয়ী বিজ্ঞানী বিদ্যালয়ের প্রাক্তণী অনিন্দ‍্য দাস, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অর্ধেন্দু দাশ, দক্ষিণচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার পাহাড়ি,সহকারী প্রধান শিক্ষক রতন কুমার মন্ডল, রজত বেরা, শ‍্যামশংকর পন্ডা সহ শিক্ষক শিক্ষিকা। স্বাগত ভাষণে বিদ‍্যালয় ও ছাত্র ছাত্রীদের স্বার্থে এমন আয়োজনের লক্ষ্য ও উদ‍্যেশ‍্য তুলে ধরেন সভার সভাপতি বিদ্যালয়ের কৃতী প্রধান শিক্ষক এলাকার
      জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতি। মুখ্য আলোচক জ্ঞানলোকানন্দ বিদ্যালয় শিক্ষায় নীতি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে স্বামীজীর শিক্ষা চিন্তাকে আলোচনায় দৃষ্টান্ত হিসেবে সামনে রেখে প্রকৃত মানুষ হতে নিজেকে তৈরী করার ক্ষেত্রে শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক ও পরিবেশের করনীয় নিয়ে পরামর্শ দেন।
        অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তনী অনিন্দ‍্য দাসকে মানপত্র, স্মারক ও উপহার সামগ্রী দিয়ে বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তিনিও তার
          ৯ম ও ১০ম শ্রেণীর স্কুল জীবনের স্মৃতিচারণ করে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সমৃদ্ধ করেন। প্রত‍্যন্ত গ্ৰামের এই কৃতি বাল‍্যজীবনে ৮ম শ্রেণী পর্যন্ত অর্জুনী হাইস্কুলে কিভাবে বহু প্রতিবন্ধকতা কাটিয়ে পঠন পাঠনে নিজের লক্ষ্য পূরণে সফল তা তুলে সকলকে সমৃদ্ধ করেন।
            অভিভাবক শুভানুধ্যায়ীগণ প্রাক্তণী এই কৃতীকে ছাত্র-ছাত্রীদের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে বিদ‍্যালয় কতৃপক্ষের ছাত্র ছাত্রীদের অনুপ্রানিত করার এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন।

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *