গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :পূর্ব মেদিনীপুর।ন্যানো ইউরিয়ার গুরুত্ব ও ব্যবহার বিধি নিয়ে এক উচ্চপর্যায়ের ওয়েবনার হয় বৃহস্পতিবার। বর্তমান করোনা আবহে এবং ইয়াশ দুর্যোগের মধ্যে ২৭শে মে এই ভার্চুয়াল সেমিনারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার। ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: বিকাশ সিং মহাপাত্র, শস্য-শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র বিশ্ববিদ্যালয় রামকৃষ্ণ মিশনের মুখ্য কৃষি বিজ্ঞানী নারায়ণচন্দ্র সাহু, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাইন্টিস্ট ন্যানো টেকনোলজির জেনারেল ম্যানেজার রমেশ র‍্যালিয়া, ইফ কো নিউ দিল্লির মার্কেটিং ডাইরেক্টর যোগেন্দ্র কুমার জী, বিভাগীয় আধিকারিক স্বপন রায়, অন্বয় সাহু প্রমুখ। উদ্বোধক কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার তার উদ্বোধনী বক্তব্যে বলেন- কৃষিতে ৮০ শতাংশ নাইট্রোজেন ইউরিয়ায়। ন‍্যানো ইউরিয়া আবিষ্কার ইফ কো’রএক যুগান্তকারী পদক্ষেপ। এবার থেকে কেজি কেজি দানাসার আর নয় ,৫০০মিলি লিটার তরল ন্যানো স্প্রে এক বস্তা দানা ইউরিয়ার সমান গুন মানের। তিনি বলেন এর ফলে বায়ু, জল, মাটি দূষণ প্রতিরোধ করা যাবে, উন্নত মানে অধিক ফসল উৎপাদন সম্ভব হবে। শুধু পশ্চিমবঙ্গে নয় আগামী দিনে কৃষকদের এর প্রযুক্তি ও ব‍্যবহার বিধি যথাযথ অবহিত করতে পারলে পূর্ব ভারতের কৃষকরা উপকৃত হবে। কৃষক দের বোঝানোর এবং মার্কেটিং এর দায়িত্ব ইফ কো কতৃপক্ষকে দেখার কথা বলেন। ড: বিকাশ সিং মহাপাত্র ন‍্যানো ইউরিয়ার বাড়তি সুবিধা গুলি নিয়ে আলোচনা করেন।ন‍্যানোর গঠনগত দিক নিয়ে আলোচনা করেন রমেশের র‍্যালিয়া। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় আয়োজক ইফ কো সংস্থার পশ্চিমবঙ্গ শাখার বিভাগীয় আধিকারিক পার্থ ভট্টাচার্য। দেশের প্রগতিশীল কৃষক ও কৃষি গবেষক ১০হাজারের অধিক এই ওয়েবনারে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *