গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর ।পটাশপুর-২ মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এবং মথুরা অঞ্চল মহিলা তৃণমূলের সহযোগিতায় রক্তদান শিবিরের প্রস্তুতি সভা হয় বৃহস্পতিবার। মথুরা পঞ্চায়েতের বাল্যগোবিন্দপুর দলীয় কার্যালয়ে স্বাগত ভাষণে মথুরা পঞ্চায়েত প্রধান অমিত মন্ডল জানান করোনা আবহে ও ইয়াশ পরবর্তীতে ব্লাডব‍্যাঙ্কে চরম রক্ত সংকট।এই কথা মথায় রেখে ব্লক পর্যায়েএকটি মেগা রক্তদান শিবিরের জন্য আজ প্রস্তুতি সভা। স্থির হয় ২২শে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। মথুরা পঞ্চায়েত সংলগ্ন এই রক্তদান শিবিরের উদ্বোধন করবেন রাজ্যের মৎস‍্য মন্ত্রী অখিল গিরি,থাকবেন বিধায়ক উত্তম বারিক। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক উত্তম বারিক, দলের পটাশপুর- তৃণমূল সভাপতি মৃণাল কান্তি দাস, সহ-সভাপতি স্বপন মাইতি,

    পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, মথুরা অঞ্চল সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী, সাউথ খন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ,ব্লক তৃণমূল সভাপতি স্বপন দাস, অঞ্চল যুব সভাপতি শান্তনু মান্না প্রমূখ। সভাপতিত্ব করেন দলের মহিলানেত্রী মালবিকা প্রধান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মথুরা অঞ্চল সভানেত্রী লতিকা রাণা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *