দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কোভিড সংক্রমণের প্রথম, দ্বিতীয় ঢেউ- জীবনকে বাজি রেখে কাজ করে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ফ্রন্টলাইনের এই যোদ্ধারা অনেকেই কোভিড আক্রান্তে প্রাণ হারিয়েছেন,তবুও তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি। কিন্তু তাদেরকেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শারীরিক ভাবে নিগৃহ, লাঞ্ছিত ও নিপীড়ন করার অভিযোগ উঠছে সমাজের একাংশের ষ বিরুদ্ধে।সম্প্রতি পশ্চিম বাংলার হুগলীর পান্ডুয়া ব্লক হাসপাতালে এক মেডিকেল অফিসারকে লাঞ্ছিত ও নিগৃহীত করা হয়েছে। তারই প্রতিবাদে আজ ১৮ ই জুন শুক্রবার দেশজুড়ে আই এম এর ১৯ হাজারের বেশি শাখা সংগঠন ও রাজ্য সংগঠন প্রতিবাদ দিবস পালন করে ।সারাদেশের সঙ্গে কাঁথির আই এম এ রুরাল ব্রাঞ্চের সদস্যরা কালো ব্যাজ পরে কোভিড ন বিধি মেনে বিক্ষোভ অবস্থান করে। আই এম এ কন্টাই রুরাল এর শাখা সম্পাদক ডাঃ অনুতোষ পট্টনায়ক জানান সংগঠনের পক্ষ থেকে দাবি থাকছে কেউ কোন ভাবে শারীরিক ও মানসিক দিক থেকে নিগৃহীত করলে বা স্বাস্থ্য পরিষেবার সম্পত্তি ভাঙচুর করলে চটজলদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে চিকিৎসকদের আর কেউ হেনস্থা না করতে পারে‌।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *