গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।বিপর্যস্ত ও অসহায় মানুষের পাশে কাজলা জনকল্যাণ সমিতি ও সেভ দ্য চিলড্রেন।
কোভিড -১৯ প্রকোপের জন্য মানুষের স্বাভাবিক জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার ছাপ। গ্রাম ও শহরের সর্বস্তরের মানুষ কোভিড -১৯ আক্রান্ত। তার উপর সমুদ্র উপকূলবর্তী জেলা গুলি বিপর্যস্ত ঘূর্ণিঝড় ইয়াশ এর আঘাতে। একদিকে করোনায় কাজ হারিয়ে যাওয়া, অন্য দিকে ইয়াসের আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ দিশে হারা। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলার দেশাপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংস্থা কাজলা জনকল্যাণ ঔসমিতি ও জাতীয় স্তরের সংস্থা সেভ দ্যা চিলড্রেন। কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ও জাতীয় স্তরের সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর আর্থিক সহযোগিতায় কাঁথি দেশপ্রাণ ব্লকের আমতলিয়া ও সরদা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০ টি গ্রামের ৬৭০ টি পরিবারের হাতে আশ্রয় কিট, খাদ্য কিট, স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়। কিটের মধ্যে চাল, ডাল, সোয়াবিন, আটা, লবণ, ছোলা, চিনি, মশারী, সাবান, সম্পু, গামছা, রেজার, হান্ডওয়াশ, স্যবলন, তুলো, মাস্ক, বালতি, মোগ, জক, গামলা, স্যানিটারি প্যাড, ডিটারজেন্ট, মোমবাতি, চিরুনি, তোয়ালে, আরও অন্যান্য সামগ্রী। প্রাপক দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে এই কর্মসূচির উদ্ধোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত মৎস্য মন্ত্রী অখিল গিরি। ছিলেন সেভ দ্যা চিলড্রেনের প্রোজেক্ট কো অর্ডিনেটর সুকন্যা রায়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রীতি এক্কা, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সদস্যা সঞ্চিতা পাল, সারদা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়নাব বেগম, , পঞ্চায়েত সদস্য, কাজলা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি জনাব আকবর আলি খান, সাধারণ সম্পাদক স্বপন কুমার পান্ডা, কোষাধক্ষ্য প্রণয় কুমার পাল প্রমুখ।
মন্ত্রী তার বক্তব্যে বলেন- কাজলা জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার বধ্য। এই স্বেচ্ছাসেবী সংস্থা সমাজের নানা ধরনের উন্নয়ন মূলক কাজের নিজেদের নিয়োজিত করে রাখেন, তারই অঙ্গ হিসেবে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসে আমি নিজে গর্বিত। সঙ্গে কাজলা জনকল্যাণ সমিতি ও সেভ দ্যা চিলড্রেন কে ধন্যবাদ জানান।কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পান্ডা তার বক্তব্যে বলেন- এইসামগ্ৰী দান নয় মানুষের কাছে উপহার। সেই সঙ্গে জাতীয় স্তরের সংস্থা সেভ দ্যা চিলড্রেন বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নানা ধরেনের উন্নয়নের কাজ করে থাকেন এবং এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানীয় অতিথি বর্গকে ধন্যবাদ জানান।