গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।টিকাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব ও লায়ন্স ক্লাব অফ প্রতাপদীঘির যৌথ উদ্যোগে রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরির জন্মদিনে কেক কেটে জন্মদিন পালন, সম্মাননা জ্ঞাপন ও রক্তদান শিবিরের উদ্বোধন করে শারদ উৎসবের উদ্বোধন করেন মৎস্য মন্ত্রী। উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, ছিলেন পূর্ব মেদিনীপুর
জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ মৃনাল কান্তি দাস, পটাশপুর-২ বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক চক্রবর্তী, লায়ন স্বপন কুমার গিরি, টিকাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব সভাপতি সত্যেশ্বর নন্দী, ক্লাব সম্পাদক রিন্টু বেরা, লায়ন্স সভাপতি সুভাষ দাস, শ্রীরামপুর পঞ্চায়েত উপ প্রধান ডা: দীলিপ রায়, আড়গোয়াল পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান অপরেশ সাঁতরা, সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ প্রমুখ। স্বাগত ভাষণ রাখেন আয়োজক ক্লাবের উৎসব সভাপতি রাজীব পন্ডা। সভায় মন্ত্রী ও বিধায়ক উত্তম বারিক’কে পুষ্পস্তবক,উত্তরীয়, স্মারক ও মানপত্র তুলে দিয়ে সম্মানিত করা হয় ।অনুষ্ঠানটি প্রাক্তন লায়ন সভাপতি স্বপন কুমার গিরির সুজাতা ইলেকট্রনিক্সের সৌজন্যে
সম্পন্ন হয়। উৎসব কমিটির সম্পাদক মানস রায় জানান-এগরা ব্লাড ব্যাঙ্ক ৫২ জনের রক্ত সংগ্ৰহ করে, দশম বর্ষের এই মেলার সম্ভাব্য বায় ১২লক্ষ, থীম করোনা পরিস্থিতির মধ্যে “হীরক রাজার দেশে”। শেষে কোভিড পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য বিধিমেনে উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান।