গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা সারদা শশীভূষণ কলেজের গভর্নিং বডির শিক্ষাকর্মী প্রতিনিধি নির্বাচন হয় সোমবার।এদিন এই নির্বাচনে ৭- ৮ ভোটে প্রতিপক্ষকে পরাজিত করে জয়ী হন তাপস লাল দাস। আর এই জয়লাভে সমর্থক রা প্রতিনিধি তাপস লাল দাস’কে সবুজ আবির মাখিয়ে স্বাগত জানায়। এতদিন এই ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেছেন উদয় পাল এবার সেই পদে এলেন তাপস লাল দাস। নির্বাচিত হয়ে তাপস বাবু জানান- অধ্যক্ষের সঙ্গে থেকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন চালানোয় সহযোগিতা হবে আমার প্রধান লক্ষ্য, এ জয় মা মাটি মানুষের জয়। কলেজে শিক্ষা কর্মীদের দুটি গোষ্ঠী অশিক্ষক কর্মচারী সমিতির ৭ জন, বাম সমর্থিত শিক্ষাকর্মী সমিতির ৫ এবং সংগঠন করেন না এমন তিন সদস্য রয়েছেন। সাধারণ নির্বাচনের আগেই শিক্ষাকর্মী সমিতির কয়েক জন তৃণমূল শিবিরে নাম লেখায়। কার্যত নব‍্য তৃণমূল তৎকাল তৃণমূল কে হারিয়ে জয়ী হয়। নির্বাচন পরিচালনা করেন কলেজ অধ্যক্ষ ড: দীপক কুমার তামিলি। তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান- নির্বাচন অভিপ্রেত ছিল না।নির্বাচনের আগেই যুযুধান দুই পক্ষকে ঐক্যমতে আসতে বলে ছিলাম কিন্তু কেউই রাজি হয়নি। নির্বাচিত হয়ে যেই আসুক না কেন; গভর্নিং বডি’তে তাকে নিয়ে আমাদের চলতে হবে। গণতান্ত্রিক নিয়মে তার মতামত গুরুত্ব পাবে। নির্বাচন মানে হার-জিত থাকবেই তাই নির্বাচিতকে অভিনন্দন জানাই। প্রসঙ্গত গত শুক্রবার অধ্যাপক প্রতিনিধি নির্বাচনে সর্বসম্মতিক্রমে নির্বাচিত তিন জন হলেন ড: সুদীপ্ত ঘোড়াই, ডঃ সুনীল যাদব, অধ্যাপক পথিক প্রধান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত দুই সদস্য হলেন ড: দীপান্বিতা দত্ত ও ড: সুবল চন্দ্র মান্না। এদিকে সরকার মনোনীত প্রতিনিধি বিধায়ক তরুণ কুমার মাইতি যিনি গভর্নিংবডির সভাপতি। অন্য দুই জনের একজন প্রখ্যাত শল্য চিকিৎসক ডা:বাদল অশ্রু ঘাটা এবং অন্য জন কাঁথি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড: ভুটান চন্দ্র ঘোষ। অধ্যক্ষ জানান পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রথম সভা আগামী ২৩ বা ২৪ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *