
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রামনগর-১এর পদিমা -১ পঞ্চায়েতের মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৮০ দুস্থকে শীতবস্ত্র বিতরণ হয় রবিবার।সাঁতরাগাছি লোকনাথ অটোমোবাইল্সের কর্ণধার সুশান্ত সিংহের অর্থিক সহযোগিতায় নাচিন্দা মন্দির ট্রাস্ট সভাপতি অনিল মান্নার ব্যবস্থাপনায় ভাষ্যতী শৌন্ডের এলাকায় এই শীতবস্ত্র বিতরণ। বিতরণ পর্বে উপস্থিত ছিলেন পদিমা-১ পঞ্চায়েত প্রধান কেয়া দোলাই,স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিমল গিরি, দাতা সুশান্ত সিং,স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও আয়োজক পঞ্চায়েত সমিতির সদস্যা ভাস্বতী শৌন্ড, নাচিন্দা মন্দির ট্রাস্টের সভাপতি প্রাক্তন বিধায়ক অনিল মান্না, সমাজসেবী গোপাল শ্যামল ,শান্তনু কুন্ডু,সঞ্জীব প্রধান ,রামকৃষ্ণ পন্ডা প্রমুখ। স্থানীয় স্তরে উপস্থিত সকলকে মিষ্টি প্যাকেটে আপ্যায়িত করা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ভাষ্যতী শৌন্ড।