গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) শালবনী আঞ্চলিক শাখার দশম ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় সংগঠনের জেলা দপ্তর রবীন্দ্রনগরের গোলোকপতি ভবনে। সংগঠনের পতাকা উত্তোলন, শোকপ্রস্তাব উত্থাপনের পাশাপাশি এদিন সভাপতিত্বে করেন আঞ্চলিক শাখার বিদায়ী সভাপতি পরিমল মাহাতো। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের কৃষ্টি সংসদ শাখার সদস্য-সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মেদিনীপুর সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শাখার বিদায়ী সম্পাদক অভিষেক দে। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ নীলমণি মন্ডল। বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,শিক্ষক নেতৃত্ব সুরেশ পড়িয়া প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদনে উপর আলোচনা করেন ১৩ জন প্রতিনিধি। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। বকেয়া ডি এ প্রদান , সিলেবাসের পরিমার্জন, বাল্যবিবাহ রোধ,নারী নির্যাতন রোধ সহ নানা দাবিতে সোচ্চার হন সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা। জবাবী ভাষণ দেন বিদায়ী সম্পাদক অভিষেক দে।এদিন সম্মেলন থেকে ৩২ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। পাশাপাশি মহাকুমা সম্মেলনের জন্য ৩২ জন প্রতিনিধির নাম ঘোষিত হয়।আগামী একমাসের মধ্যে নতুন কমিটির প্রথম মিটিং-এ কমিটির পদাধিকারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *