গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আলিপুর দুয়ার শাখা আয়োজিত আলিপুরদুয়ার রবীন্দ্রভবন শতবর্ষ সম্মেলন মঞ্চে সংগঠনের তিন দিনের ২৩ তম রাজ্য সম্মেলনের সমাপ্তি হয় রবিবার। শুক্রবার রেজিস্ট্রেশনের পর শনিবার প্রভাত ফেরী শেষে জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনে তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এবং সমিতির পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি দেবাশীষ গোস্বামী। ধ্বনিত হয় “মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা” সগঠনের থিম সং টি।শনিবার পুরষ্কার
বিতরণী ও গুণীজন সংবর্ধনায় কাঁথি দীঘা শাখার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। শ্রেষ্ঠ মহিলা সংগঠক হিসেবে সংবর্ধিত হষ এই শাখার সহ-সভাপতি সংগঠক প্রধান শিক্ষিকা রীনা দাস। শনিবার “বাংলা ভাষা ও সাহিত্য প্রসারে সম্মেলন শাখার ভূমিকা” শীর্ষক আলোচনায় কাঁথি দীঘা শাখার পক্ষে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক ড: কালিপদ প্রধান। শেষ দিন রবিবার “সাহিত্য ও গণ মাধ্যম” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন কাঁথি দিঘা শাখার সদস্য আধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। ছিলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক নলিনী বের। অধিবেশনে কাঁথি দিঘা শাখার পক্ষে অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষক ও সংগঠক ক্ষিতীন্দ্র মোহন সাহু ,অধ্যক্ষ রতন সামন্ত, কবি এস মহিউদ্দিন, প্রধান শিক্ষক বিমান বিহারী পয়ড়্যা, প্রধান শিক্ষিকা ও সংগঠক রীণা দাস, প্রসেনজিৎ বেরা, নমিতা মাল, কবিতা দিন্ডা, কৌস্তভকান্তি মাইতি, সংগঠনের শাখা কোষাধ্যক্ষ শুভেন্দু খাটুয়া, সম্পাদক দেবাশীষ মাঝি সহ ১৩ জন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্ত করে কাঁথি দীঘা শাখা।