গৌরীশংকর মহাপাত্র :; দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা-২এর দেশবন্ধু পঞ্চায়েতের চন্দনপুর এস কে ইউএসএ এর ব‍্যবস্থাপনায় ইফকো এগরা ইউনিটের উদ্যোগে কৃষি আলোচনা হয় বৃহস্পতিবার। আলোচনায় ইউরিয়ার ব্যবহার নিষিদ্ধ করে ন্যানো ইউরিয়া ব্যবহার কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা, ধাপে ধাপে রাসায়নিক সার কৃষি ক্ষেত্রে কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানো, পটাশের ব্যবহার নিষিদ্ধ করে পটাশিয়াম সালফেট ব্যবহার, অল্প খরচে কিভাবে চাষাবাদ করে কিভাবে অধিক ফলন বাড়ানো সম্ভব তা নিয়ে আলোচনা হয়।উপস্থিত ছিলেন চন্দনপুর এস কে ইউ এস এর ম্যানেজার স্নেহাংশু রায়,প্রাক্তন বোর্ড অফ ডাইরেক্টর বেনুগোপাল লায়া ও স্বপন কুমার মিশ্র, কুদি রামকৃষ্ণ এসকেএস এর ম্যানেজার উত্তম শাসমল, ইফ কো এগরা ইউনিটের ম্যানেজার মৃনাল বর্মণ, এস এস এ আকাশ ধর, ইফ কো পেস্টিসাইড বিভাগের গৌতম জানা প্রমুখ।শেষে উপস্থিত সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আয়োজক সমিতির ম্যানেজার।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *