প্রকাশ কর :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ এর বামুনদা শিক্ষাব্রতী সংঘের- ১১ তম বার্ষিক উৎসব ও হ্যাপি নিউ ইয়ার ক্রিকেট টুর্নামেন্ট-২৩ ও সরস্বতী পুজোর উদ্বোধন হয় বৃহস্পতিবার। বৈকালী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও মঙ্গলদীপ জ্বেলে ১১ তম বর্ষের এই উৎসবের উদ্বোধন হয়। করেন

                   স্থানীয় পটাশপুর পঞ্চায়েত প্রধান অমরেন্দ্রনাথ পাহাড়ী। সঙ্গে শ্রীরামপুর হাই স্কুলের প্রধানশিক্ষক পুষ্পেন্দু মাইতি, এগরা কলেজের অধ্যাপক তন্ময় কুমার গিরি, অধ্যাপক সুনীল যাদব, অধ্যাপক পথিক প্রধান, অধ্যাপক দেবজ্যোতি প্রধান, বামুন্দা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার মন্ডল ,সংস্থার মুখ্য উপদেষ্টা শ্রীরামপুর হাইস্কুলের সহশিক্ষক মানস কুমার মাইতি
      প্রমুখ।
      অনুষ্ঠানে ১৬ জন দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন ও ৮ দু:স্থ কে শীতের কম্বল উপহার দেওয়া হয়। এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য শ্রীরামপুর হাইস্কুলের কৃতি প্রাক্তন শিক্ষক যুগল মন্ডলকে এবং শিক্ষকতাসহ সাংবাদিকতা, দৈনিক আবেশভূমির মত একটি পত্রিকা এগরা শহর থেকে প্রকাশনার পাশাপাশি এগরা প্রেসক্লাব, এগরা মহকুমা
        বইমেলা ও এগরা স্বামীজি ওয়েলফেয়ার গঠন করে মহকুমার মর্যাদা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য অবসরপ্রাপ্ত প্রাথমিক প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র কে উত্তরীয়, মানপত্র, স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।
        সমাজ কল্যাণে বিশেষ অবদানের জন্য
          সম্মাননা জ্ঞাপন করা হয় “স্বস্তি সেবক বাহিনী” এবং “পঁচেট জুয়েল ষ্টার ক্লাব” কে। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এগরা কলেজের সংগীত বিভাগের কৃতি অধ্যাপক কৌশিক জানা।         
          উদ্বোধনের পূর্বে স্থানীয় প্রাথমিক ও জুনিয়ার হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যান্ডযোগে বর্ণাঢ্য মিছিল এলাকা পরিক্রমা করে প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা কাঙ্গাল চন্দ্র সাহু ও বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা ঈশ্বর চন্দ্র বারিকের স্মৃতিবেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন হয়।।               
            সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় আয়োজক ক্লাব সম্পাদক সৌগত সাউ। উদ্বোধনী পর্বের অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ক্লাব সভাপতি প্রবীর কুমার সাউ। চার দিনের বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে শনিবার টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও প্রতিমা নিরঞ্জন এর মধ্য দিয়ে।।                 

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *