গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম। এগরা শহরে নেতাজী মূর্তি পাদদেশে তাঁর ১২৭ তম জন্ম দিবস উদযাপন হয় এগরা শহীদ স্মরণ কমিটির উদ্যোগে। সোমবার প্রথমে নেতাজীর মূর্তিতে সম্পাদক কিশোর বসু, সহ সভাপতিসহ সকল সদস্য মাল্যদান করেন। সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র দে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সদস্য নির্মলেন্দু নন্দ। প্রধান বক্তা প্রবীণ সমবায়ী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ক্ষিতীন্দ্র মোহন সাহু, হরেন্দ্রনাথ মাইতি, আইনজীবি প্রদীপ কুমার দাস মহাপাত্র, সদস্যা জাহন্নবী মহাপাত্র, সুজিত সিনহা, ডা: শ্রীপদ দীক্ষিত, ডা:এন কে প্রধান, দেবাশীষ জানা, রবীন্দ্রনাথ রায় প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে বর্তমান যুবসমাজকে নেতাজির আদর্শে উদ্বূদ্ধ হওয়ার কথা বলেন। দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সকলকে নেতাজির আদর্শ অনুসরণ করতে পরামর্শ দেন। বলেন বর্তমান সমাজে সকলেই প্রায় পরিশ্রম করেন কিছু না কিছু পাওয়ার জন্য, কিন্তু এগরা শহীদ স্মরণ কমিটির বৈশিষ্ট্য হল কিছু পাওয়ার জন্য নয় সমাজে সুস্থ সংস্কৃতি এবং সৌভ্রাতৃত্ববোধ ,দেশ মাতৃকার প্রতি কর্তব্যবোধ জাগরণের জন্য সকল সদস্যরা অবিরাম প্রয়াস চালায়। দেশাত্মবোধে দেশাত্মবোধ সংগীতে সমাপ্তি সংগীত পরিবেশন করেন কবি সুরকার হেমন্ত মাইতি। অনুষ্ঠান চলাকালীন স্থায়ী সভাপতি প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিংহ ভার্চুয়ালি সভায় যোগদান করেন এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় সংস্থার সহ-সভাপতি সুকুমার রায়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *