গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।কাঁথি-১এর খলিসাভাঙ্গা হাইস্কুলের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক দেবাশিস ত্রিপাঠী অবসর নিলেন বৃহস্পতিবার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন ডঃ নিরঞ্জন মান্না বলেন, দেবাশিস বাবু ছাত্র ছাত্রীদের খুব জনপ্রিয় ছিলেন।উনার অবসর গ্রহণে বিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অপূরণীয় শূন্যতা তৈরী হল। তিনি সুদীর্ঘ ২৬ বছর শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন। বহতা জীবন নদীতে হঠাৎ যেন  ছন্দপতন,এক ভীষণ রকমের অনাকাঙ্ক্ষিত বিষাদের দিন।প্রত্যেক চাকরীজীবির জীবনে স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য একটা ঘটনা।বিদায়ী শিক্ষক দেবাশিস ত্রিপাঠী  তাঁর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন। বিদ্যালয়ের সহকর্মী গণ ও দেবাশিস বাবুর বর্ণময় কর্মজীবনের নানাদিক নিয়ে আলোচনা করে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের সমৃদ্ধ করেন। উল্লেখ্য দেবাশিস বাবু গত কয়েক দিন আগে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেছিলেন।ছাত্র ছাত্রীরা প্রিয় শিক্ষকের বিদায় বেলায় ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায় বেলায় শ্রদ্ধা নিবেদন করে।বিদ্যালয়ের সকল সহকর্মীদের পক্ষে ফুল ,মিষ্টি সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহ শিক্ষক শান্তনু দত্ত বর। বিদ্যালয়ের বর্তমান ছাত্র- ছাত্রী, শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষাকর্মী গণ সবাইকে নিয়ে রাখীবন্ধন উৎসব পালিত হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *