নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : ফটিক পাহাড়ী ও জগদীশ দাসকে আক্রমন করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। তারপর বাড়তি দায়িত্ব পাওয়ার পরও নাম না করে ফটিক পাহাড়ী এবং জগদীশ দাসকে আক্রমন করতে শোনা গেছিল শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীর জনসভার পর প্রায় সব জনসভা, সম্মেলনে দেখা যায়নি ফটিক পাহাড়ি ও জগদীশ দাসকে।
কিন্তু ভোট আসতে যখন মানস ভুইয়া বিভিন্ন এলাকায় প্রচার জনসভা করছে তখন আজ দাঁতনে মানস ভূঁইয়ার জনসভায় দেখা গেল ফটিক পাহাড়ী ও জগদীশ দাসকে। করমর্দন করে মঞ্চে মানস বাবুর পাশেই বসলেন তারা। তবে কি নতুন স্ট্র্যাটিজিতে তৃণমূল ? দাঁতনের তররুই ২ নং অঞ্চলের পালষন্ডপুরে ভোটের আগে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী মানস ভুইয়া। উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়াড়ি ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি পবিত্র পাত্র, ব্লক সহ সভাপতি প্রতুল দাস, উমাকান্ত বারি সহ অন্যান্য নেতৃত্ব।