গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।বালিঘাই স্কুল খেলার মাঠে জগন্নাথ জীউ সেবা সমিতির পরিচালনায় স্বর্গীয় সমীর কুমার ধাওয়ার স্মৃতি নক আউট ৩য় বর্ষ ফুটবল প্রতিযোগিতার সাড়ম্বর উদ্বোধন হয় ৪ ঠা নভেম্বর

        ।শনিবার। বলে ক্লীক করে ৮ দলীয় এই নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার স্বর্গত সমীর ধাওয়ার কৃতি সন্তান একালের দানবীর আশিস ধাওয়া।
      উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সভাপতি অম্বিকেশ মহাপাত্র।উপস্থিত ছিলেন আশিস জননী আলো ধাওয়া,এগরা ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিতাংশু জানা, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান মনীষা গুচ্ছাইৎ, সংস্থার সহ সভাপতি শংকর নারায়ন মিশ্র, যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান ও বিরোজাকান্ত প্রধান,পুলক বাগ, সমাজসেবী সন্দীপ পাত্র ও সুধাকান্ত বারিক,ক্রীড়া উপসমিতির আহ্বায়ক তপন কুমার মন্ডল, আশিস জায়া তনুশ্রী ধাওয়া,অধ‍্যাপক জয়দেব জানা, সহেল ধাওয়া,কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়, সংস্থার ক্রীড়া কমিটির গৌতম দাস, কমলেশ
          দাস,অনিন্দ্য মন্ডল (রাজা) প্রমুখ
          উদ্বোধনী ম‍্যাচে মুখোমুখি হয় ” খাকুড়দা পূজা স্পোর্টিং ” বনাম কাঁথি “সিটি এফ সি ABCD” । উদ্বোধক তার বক্তব্যে জানান স্বর্গত পিতার স্মৃতির উদ্দেশ্যে এলাকার যুবকদের খেলার মানসিকতাকে উৎসাহিত করতে তৃতীয় বর্ষের এই প্রতিযোগিতার আয়োজন। আগামীকাল রবিবার দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে “অলংকারপুর সিডিএফসি” বনাম “জেনকাপুরঅভিনব এফস” ৮ দলের এই প্রতিযোগিতায় অন্য গুলি হল “গবডাঙ্গর তরুণ সংঘ,” হাওড়ার “বাউড়িয়া ফুটবল কোচিং সেন্টার”, “পাঁশকুড়া একাদশ” ও “মৌনী একাদশ”। এদিন খেলার অংশগ্রহণকারী ও রেফারিদের বিশেষ ড্রেস প্রদান হয়। আগামী ৮ ও ১০ই নভেম্বর দুদিন সেমিফাইনাল খেলা। ১১ই নভেম্বর শনিবার এই খেলার ফাইনাল। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৩০ হাজার এবং রানার্স দলকে ট্রফি ও ২০ হাজার টাকা দেওয়ার কথা
                          বলেন।
            উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে জয়ী হয় খাকুরদা। এদিন খেলার ম্যান অফ দা ম্যাচ বিজয়ী দলের শ‍্যামশঙ্কর মুর্মুর হাতে পুরস্কারটি তুলে দেন দাতা আশিস ধাওয়া।খেলা গুলি পরিচালনা করেন কাঁথি ও এগরা রেফারী সংগঠনের সঞ্জয় দোহা, সুখেন্দু হাজরা, রঞ্জন কুমার বর ও কানাইলাল মন্ডল। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সম্পাদক শ্রী ধাওয়া।

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *