গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।সংস্কৃতি পুরোধা পুরুষ পণ্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দের ২৭তম প্রয়াণ বার্ষিকী পালন হয় রবিবার। মুগবেড়িয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে মুগবেড়িয়া হাই স্কুল সংলগ্ন পন্ডিতপ্রবরের আবক্ষ মূর্তির পাদদেশে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক ইতিহাস গবেষক ও
সাহিত্যিক বহুগ্ৰন্থ প্রনেতা মন্মথ নাথ দাস। ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রনজিৎ কুমার নায়েক, অধ্যাপক সুশীল রঞ্জন মাইতি,কালি কলম মন পত্রিকা সম্পাদক গোকুল ভূঞ্যা, প্রাবন্ধিক কেশব চন্দ্র প্রধান, শিক্ষক ভূপাল কুমার মাইতি, শিক্ষিকা ধৃতিরূপা ত্রিপাঠী প্রমুখ।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় পরিষদ সম্পাদক ও কবি অজিত কুমার জানা।পণ্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দের বর্ণময় কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন সবাই। জনপদের সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজে তাঁর অবদানের জন্য তিনি আজও চির স্মরণীয়।তাঁর কৃতি সন্তানদের মধ্যে কেউ মন্ত্রী, কেউ অধ্যাপক,কেউ বিশিষ্ট লেখক ।