গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি ,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পানিপারুল স্পোর্টস একাডেমির উদ্যোগে স্বর্গীয় বিভূতিভূষণ মাইতি ও ৺মাতঙ্গিনী মাইতি স্মৃতি কাপের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন স্মৃতি কাপের দাতা এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। ফাইনাল খেলায় উত্তরপাড়া নেতাজী ব্রিগেড হাটপুকুর মহামেডান জুনিয়র দলের হয়ে খেলা “এস টি ইলেভেন লেকটাউন”কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান
হয়।চ্যাম্পিয়ন নেতাজী ব্রীগেডকে ট্রফি সহ ৭০ হাজার এবং রানার্স এস টি ইলেভেন কে ট্রফি সহ ৬০ হাজার টাকা তুলে দেন প্রয়াত বিভূতিভূষণ ও মাতঙ্গিনী মাইতির কৃতি সন্তান পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের যষশ্বীপ্রধান শিক্ষক বিধায়ক তরুণ কুমার মাইতি ও উপস্থিত অতিথি গন। উদ্বোধক তার বক্তব্যে উল্লেখ করেন বাবা-মায়ের স্মৃতিতে তদীর্ঘ ১৯ বছর ধরে এলাকার যুবকদের ক্রীড়া মানসিকতাকে জাগিয়ে রাখতে পানিপারুল স্পোর্টস
একাডেমির সহায়তায় করে আসছেন।মহতী পর্বেউপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক,পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, এগরা-২নং পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীনেশ প্রধান, এগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ ও সহ-সভাপতি সত্য চক্রবর্তী , জেড়থান পঞ্চায়েতের উপপ্রধান বিজন বিহারী সাউ, কাঁথি পৌরসভার কাউন্সিলর অতনু গিরি, সম্পাদক শিব শঙ্কর ভারতী প্রমুখ।খেলাগুলি পরিচালনা করেন কাঁথি ও এগরা রেফারী সংগঠনের কাশীনাথ দাস ,সৈকত গিরি, অমিত মাইতি, কানাইলাল মন্ডল । শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সভাপতি রজত কুমার বেরা।