গৌরীশংকর মহাপাত্র: দৈনিক এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ওঝাড়গ্রাম।পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের মংরাজ মাতৃমন্দির সেবা সমিতি পরিচালিত “মংরাজ বাজার কালী”র শনিবার পূজার্চনায় মন্ডপ উদ্বোধন করেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি। ছিলেন মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস প্রধান,পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জবা রানী গিরি, সমাজসেবী গোবিন্দ প্রসাদ প্রধান, আযোজক সংস্থার পক্ষে শংকর পন্ডা প্রমুখ।উদ্বোধক তার বক্তব্যে বাজার এলাকার এই জনপদে কালী মায়ের পূজারচনার দীর্ঘ ইতিহাস তুলে বিপদকালে পরিত্রানে কিভাবে এই দেবীর আবির্ভাব সেই পৌরানিক পেক্ষাপট তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। বলেন ধর্ম বিশ্বাস কে হাতিয়ার করে কেউ কেউ মানুষের মধ্যে বিভাজন তৈরী করার চেষ্টা করছে,তাদের থেকে দূরে থাকুন। আমরা মনে করি ধর্ম যে যার উৎসব সবার। মন্দিরের পরিবেশ ও পরিকাঠামো উন্নয়নে স্থানীয় মানুষ দের পাশে থাকার পরামর্শ দিয়ে নিজেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।। সভাপতিত্ত্ব করেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাম শংকর মহাপাত্র । সঞ্চালনায় সুশীলরঞ্জন দাস।