গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি মেদিনীপুর পূর্ব পশ্চিম,ঝাড়গ্ৰাম ও দক্ষিণ ২৪ পরগনা।১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস এবং ১৩ ই জানুয়ারি বিদ্যালয়ের ৫৯ তম প্রতিষ্ঠা দিবস নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলা থানার রামগোপালপুর পঞ্চায়েতের দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনে। পরপর দু’দিনের এই অনুষ্ঠান ঘিরে উৎসাহ ও উদ্দীপনা ছিল প্রবল ও নজরকাড়া।

    স্বীমীজীর জন্মদিনে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অসীম কুমার জানা। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সঞ্জীব দাস। স্বামীর জন্মদিনের সঙ্গে দিনটিতে জড়িয়ে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আত্মোৎসর্গ দিবসও। উভয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন হয় শহীদ বেদীতে,পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এরপর বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাত্র বিবেকানন্দের উদ্ধৃতির উপর প্রদর্শনীর উদ্বোধন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

      শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রাক্তন ও বর্তমান প্রধান শিক্ষকের নেতৃত্বে আমন্ত্রিত, শুভানুধ্যায়ী, প্রাক্তনী ও বর্তমান শিক্ষক- শিক্ষিকা,ছাত্র- ছাত্রী স্বামীজীর প্রতিকৃতি, তাঁর বাণী সম্বলিত প্ল্যাকার্ড , ফেস্টুন, রণপা , ব্যান্ড , মাইক যোগে গ্রাম পরিক্রমায় আংশনেয়। দুপাশে  দাঁড়িয়ে  থাকা মানুষের আবেগ  ও উচ্ছাস তাদের প্রিয়  শিক্ষানিকেতনের এই গৌরবময় আনুষ্ঠানিক সূচনা  ঘিরে। মঙ্গলদীপ প্রজননের মধ্য দিয়ে স্বামীজীর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শিবভাবানন্দ মহারাজ। আবেগ আপ্লুত শত শত মনে অনুরণিত হয় “ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।” মাঙ্গলিক পর্বে বিদ্যালয়ের ছাত্রীরা অতিথিদের চন্দন , ব্যাজ, ফুলের তোড়া ও উত্তরীয় সহযোগে বরণ করে। উদ্বোধনী সঙ্গীতে প্রাক্তণী পারমিতা দণ্ডপাট সাহু ও তবলায় শান্তনু দণ্ডপাট।

        স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব দাস বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অধ্যায় তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন এবং বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে ও অনুষ্ঠানের সাফল্য কামনায় সকলের সহযোগিতা কামনার পাশাপাশি জানান পরিচালন সমিতির সভাপতি অসীম কুমার জানার দানে তাঁর সহধর্মিনী আরতি জানার স্মৃতিতে এই মূর্তি স্থাপন।

          ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্য। উদ্বোধক স্বামী শিবভাবানন্দ মহারাজ ছাত্র যুব সমাজকে বিবেকানন্দের আদর্শে চরিত্র গঠনের পাশাপাশি লক্ষ্য স্থির করে প্রকৃত মানুষ হওয়ার পরামর্শ দানের জ্ঞানদ্বীপ্ত  উপমাসমৃদ্ব বক্তব্য সকলকে সমৃদ্ধ ও উজ্জ্বীবিত করে। ছিলেন ঢোলাহাট থানার আই সি কৌশিক নাগ, রামগোপালপুর পঞ্চায়েত প্রধান সমীরণ জানা, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তনী অভিক রাণা, বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক মন্টু প্রধান ও লক্ষণচন্দ্র সিংহ,প্রাক্তন সহ শিক্ষক নিরঞ্জন মাইতি, প্রাক্তনী সমাজসেবী দেবাশীষ পন্ডা প্রমূখ ।
            উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনে সূচনা দিনের সমাপ্তি ঘোষণা করেন পরিচালন কমিটি তথা অনুষ্ঠানের সভাপতি অসীম কুমার জানা। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যালয়ের দুই শিক্ষক বিশ্বনাথ জানা এবং অভিজিৎ মণ্ডল।

            ১৩ ই জানুয়ারী শনিবার বিদ্যালয়ের ৫৯ তম প্রতিষ্ঠা দিবস সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাত্র। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সঞ্জীব দাস। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন হয়,পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। বিদ্যালয়ের দুই প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক মন্টু কুমার প্রধান এবং লক্ষ্মণ চন্দ্র সিংহ রক্তদাতাদের জামরুল গাছ স্মারক হিসেবে তুলে দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। শিবিরে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের ডাক্তার ও টেকনিশিয়ানরা ২৭ জন রক্তদান করেন।

              দীপপ্রজ্জ্বলনে এ দিনের মূল আনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বর্তমান পরিচালন কমিটির সভাপতি। পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দ্বারা জন্মদিনের বিশাল কেকও কাটা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশনে পুষ্পিতা পাত্র, ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান।”অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স “ওয়েস্ট বেঙ্গল, এর সদস্য দেবব্রত মান্না তার বক্তব্যে ভয়কে জয়করে রক্তদানের তাৎপর্য ও গুরুত্ব সহ বিভিন্ন দিকে আলোকপাত করেন। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাত্র তার বক্তব্যে বিদ্যালয়েরয় গৌরবময় অতীত স্মৃতি চারণের সঙ্গে বিদ‍্যালয়ের এই মহীরুহের পেছনে কতিপয় বিদ‍্যানুরাগীর ত্যাগের ইতিহাস তুলে সকলকে সমৃদ্ধ করেন। শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী তাদের মনোজ্ঞ সংস্কৃতিক দক্ষতা উপস্থাপন করে প্রশংসা কুড়ায়। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের দুই প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক মন্টু কুমার প্রধান এবং লক্ষ্মণ চন্দ্র সিংহ, প্রাক্তনী পরিচালন সমিতির সদস্য বিনয় কুমার মাইতি, প্রফুল্ল কুমার সাগর, মিলন কুমার ভৌমিক, অনিল কুমার রানা, প্রাক্তন শিক্ষক নিরঞ্জন মাইতি,দেবাশীষ পন্ডা প্রমুখ।দু দিনের অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অসীম কুমার জানা। বিদ‍্যালয়ের পক্ষে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যালয়ের দুই শিক্ষক বিশ্বনাথ জানা ও অভিজিৎ মন্ডল।

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *