আবেশভূমি:-কাঁথি পৌরসভার উদ্যোগে কঠিন ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহের নৈশ বিভাগের শুভ উদ্বোধন হয় মঙ্গলবার সন্ধ্যায়। কাঁথি ক‍্যালটেক্স মোড়ে নৈশবর্জ পরিবহন যানের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না। উপস্থিত ছিলেন কাউন্সিলর নিত্যানন্দ মাইতি, দেবাশীষ পাহাড়ি, রুমা দাস(বর), রিনা দাস, লীনা দাস মহাপাত্র সহ পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কর্মীরা। উদ্বোধক তার বক্তব্যে জানান দিনের বেলার মতনই রাতেও কঠিন ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান চলবে। রাত্রি ন’টা থেকে বারোটা পর্যন্ত এই পরিষেবা যাতে সচল থাকে তার জন্য সাফাই বিভাগের বিশেষ কর্মচারী নিযুক্ত থাকবেন।পৌরবাসীকে এক্ষেত্র সহযোগিতা দিয়ে পৌরসভা কে দূষণমুক্ত রাখার আহ্বান জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *