ক্ষুদিরামের প্রয়াণ দিবসে নেতাজি সুভাষ কম্পিউটারে বহুমুখী কর্মসূচি
আবেশভূমি:- নেতাজী সুভাষ কম্পিউটার স্বাক্ষরতা মিশনের ব্যবস্থাপনায় – হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনের অনুষ্ঠান হলে শহীদ ক্ষুদিরাম বসুর মহাপ্রয়ান দিবসে স্মরন সভা ও বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের কুফল এবং বৃক্ষরোপনের উপকার সম্পর্কে একটি আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার।
আলোকপাত করেন সংস্কৃতি কর্মী ও নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান, শিক্ষক সুদীপ্ত মিদ্যা, নন্দদুলাল দাস প্রমুখ। সংস্থার পক্ষে ২০০ ছাত্রছাত্রীদের হাতে পরীক্ষার শেষে ফলের চারা গাছ তুলে দেওয়া হয়। পরিচালনায় সংস্থার পক্ষে ডিরেক্টর গোবিন্দ প্রসাদ দাস উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।