গৌরীশ‌ংকর মহাপাত্র, এগরা : পূর্ব মেদিনীপুর জেলার এগ‍রা ২ বাসুদেবপুর পঞ্চায়েতের বাসুদেবপুরগড়ে বাসন্তী পূজা ও মেলার উদ্ধোধন হয় বৃহস্পতিবার। মঙ্গল দীপজ্বেলে ৩৫বৎসরের পূজা মন্ডপের উদ্বোধন করেন গড়ে র ভূমিপুত্র প্রবীন সমবায়ী বিধায়ক সমরেশ দাস,সঙ্গে ছোটো পর্দার “ইরাবতী” সিরিয়ালের রিয়া, বাসুদেবপুর পঞ্চায়েত প্রধান সুকুমার রাউল, সমবায়ী ও জেলা পরিষদ সদস্য মেলার অন্যতম কর্মকর্তা পার্থ সারথী দাস,সমবায়ী জয়ন্ত পতি,সমাজ সেবী বিধুুভূষণ কর ও নিখিলেশ দাস প্রমুখ।

জগন্নাথ মন্দির সংলগ্ন এই মন্ডপ উদ্বোধন পর্বে স্বাগত বক্তব‍্যে সভাপতি মাধব চন্দ্র মাইতি জানান মেলার পা্ঁচ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ,সেবামূলক কর্মসূচি রয়েছে ,শেষ দিন বাংলা নববর্ষে কয়েক হাজার মানুষের মহোৎসব।উদ্বোধক তার বক্তব্যে ঋতুরাজ বসন্তে বসন্তী পূজার পৌরাণিক তাৎপর্য তুলে রাজা সুরথের প্রসঙ্গ উত্থাপন করেন।প্রাত্যহিক জীবনে মেলা ও পূজা পার্বনের প্রয়োজনীয়তা ও সামাজিক গুরুত্ব উপস্থাপন করেন,মেলার দিন গুলি সকলকে নির্মল আনন্দ উপভোগ করে মেলার সফল‍্যে সবার সহযোগিতা চান, মেলার শ্রীবৃদ্ধি কামনা করেন।সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ -প্রধান পীযূষ চক্রবর্তী , উদ্ধোধন পর্ব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা কমিটির সম্পাদক কমল কুমার পাত্র ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *