গৌরীশঙ্কর মহাপাত্র, কাঁথি : আঞ্চলিক ইতিহাস গবেষক সাহিত্যিক মন্মথনাথ দাসের ৭৭তম জন্ম দিন ছিল বুধ বার।পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মুগবেড়িয়া জনপদের সাহিত্য গৌরব অধুনা লিটিলম্যগাজিন সম্পাদকদের আভিভাবক সংস্কৃতি পুরুষ মন্মথনাথ দাসের জন্ম ৩ রা বৈশাখ ১৩৪৯ এ । এমনই দিনে পটাশপুর-২ এর আড়গোয়াল পঞ্চায়েতের মঙ্গলচক গ্ৰামে নিমাই চরন ও বাসন্তীদেবী্র কোল আলোকরে আসা।বুধবার তাঁকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে তাঁর ভূপতিনগর স্হিত “উদয়াচল” বাসভবনে মুগবেড়িয়া সাহিত্য সংষ্কৃতিপরিষদের সম্পাদক কবি অজিত জানার নেতৃত্বে,মুগবেড়িয়া কলেজের ইংরেজি ভাষা অধ্যাপক রনজিৎ কুমার নায়েক,অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরানাথ ত্রিপাঠী, বিমল কুমার হাজরা, সংগঠক ও প্রাবন্ধিক সিতাংশু দাস, কবি কালীপদ মাইতি, অনিল সাহু,গৌরচাঁদ পাত্র,বিবেকানন্দ শাসমল প্রমুখ যান।সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে পূষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন হয়। ঈশ্বরের কাছে তাঁর দীর্ঘ জীবন কামনা করেন।প্রসঙ্গিক আলোচনায় অনুগামী সাহিত্যসেবীদের প্রসঙ্গক বিষয়ে যত্নবান ওতথ্য নির্ভর চর্চায় আগ্ৰহী হতে পরামর্শ দেন। জীবনে দারিদ্রের সঙ্গে লড়াইয়ে সাথে সাথে সব কিছুর উৎস সন্ধানের নিখুঁত চর্চাই তার বই বই প্রকাশের অনুপ্রেরণা ।
“প্রসঙ্গ কাঁথি”, “পটাশপুরের সেকাল একাল”,ইতিহাস নির্ভর লেখা, “আমাদের মাষ্টার মশাই,” “স্বামী জগদীশ্বরা নন্দ”,”মেদিনীপুর চরিতাভিধান”, “স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন ত্রিপাঠী”,”দেশপ্রান বীরেন্দ্র নাথ” প্রভৃতি জীবনী প্রকাশনা ,সহ এমন শতাধিক গবেষণা ধর্মী পুস্তক আজ দেশের সম্পদ।শুধু প্রাবন্ধিক, নয় তার “পায়ে পায়ে হাঁটি”-ছোটদের ছাড়া, “পৈতে কিংবা কুরুশ কিংবা”-কাব্যগ্ৰন্থ, “জীবনের আর এক নাম সূর্য ” -গল্পটি যারা পড়েছেন, তারা আরএক মন্মথ বাবুকে পেয়েছেন। গঙ্গার ওপারে কল্লোলিনী কোলকাতার আস পাশের মানুষের একচেটিয়া প্রকাশনায় পশার ,গ্ৰামের দাস মাইতি, মন্ডলরাও পারে,তারাও কম নয় এমন দৃষ্টান্ত স্থাপনে মন্মথ বাবু আমাদের অগ্ৰজ,আমাদেরপথপ্রদর্শক।