গৌরীশংকর মহাপাত্র, এগরা :মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড:মানস ভূঞ্যার সমর্থনে একাধিক সভা হয় পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ব্লকে।পানিপারুলের সভায় অঞ্চল সভাপতি নিশিকান্ত জানার পৌরোহিত্যে সভায় প্রার্থী ড:মানস ভূঞ্যা বক্তব্যে কেন্দ্রে বি জে পি হটিয়ে উন্নয়ন মুখি সরকার আনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনের কথা বলেন।
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তকরতে তৃণমূল কংগ্রেস কে ভোট দছ ওয়ার আহ্বান জানান।এগরার উন্নয়নে পাশে থাকার অঙ্গীকারও করেন। বিধায়ক সমরেশ দাস এগরার উন্নয়নে বর্তমান সরকার ও মুখ্যমন্ত্রী কিভাবে সুপারস্পেশালিটি হাসপাতাল, ব্লাড ব্যাঙ্ক,দমকল কেন্দ্র, সহ স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যাবস্থায় যে অভানীয় উন্নয়ন হয়েছে তখ উল্লেখ করে আরও উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলেন। বিজেপি ,কংগ্রেস, সি পি এম এর থেকে কেন দূরে থাকতে হবে সে বিষয়েও তথ্য ও পরিসংখ্যান তুলে শতর্ক করেন।
সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, জেলা পরিষদ সদস্য পার্থসারথী দাস, দলের ব্লকসভাপতি স্বরাজ খাঁড়া, যুব নেতা রাজকুমার দুয়ারী, মহিলা নেত্রী তথা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা,শিক্ষক সংগঠক তথা পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি,ক্রীড়া সংগঠক ও শিক্ষক রজত বেরা, মহকুমা ছাত্র নেতা উদয় পাল, কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক হরিসাধন দাস অধিকারীপ্রমুখ। অনুরূপ সভা হয বাসুদেবপুর অঞ্চল সভাপতি তথাগত দাসের পৌরোহিত্যে এবং বাসুদেবপুর পঞ্চায়েত প্রধান সুকুমার রাউল ওউপ প্রধান পীযুষ চক্রবর্তী সহ সমস্ত নির্বাচিত ত্রিস্তরীয় পঞ্চায়েত,বুথ সভাপতি সম্পাদক, সমস্ত শাখা স্ংঠক ও কর্মীগন উপস্থিত ছিলেন।
অঞ্চল সভাপতি সত্যব্রত দাসের সভাপতিত্বে সর্বোদয় অঞ্চল অফিসের সামনের সভায় প্রধান অন্নপূর্ণা মাইতি ও উপ প্রধান পূর্ণেন্দু দাশ উপস্তিত ছিলেন।
এ দিন শেষ সভা হয় বিবেকানন্দ ও মঞ্জুশ্রী পঞ্চায়েতের দলীয় কর্মীদের নিয়ে বালিঘাই বারোয়ারী তলায় ভাগ্যধর গি্রির পৌরোহিত্যে। ছিলেন মঞ্জুশ্রী প্রধান পূর্ণিমা মাইতি, উপ প্রধান প্রকাশ রায়চৌধুরী,বিবেকানন্দের প্রধান রাজ নারায়ন মান্ন ও উপ প্রধান পম্পা খাটুয়া,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও মঞ্জুশ্রী অঞ্চল সভাপতি শ্রীপতি প্রধান, বিবেকানন্দ অঞ্চল সভাপতি অজিত পাল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শ্রীমন্ত মান্ন,সমবায়ী নির্মল পাত্র প্রমুখ।